Monday, November 17, 2025

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা, বিপদ এড়াতে কলকাতায় বিভিন্ন লেন-বাইলেনে যান চলাচল বন্ধ

Date:

রাতভর রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata)। পুরসভার হাজার চেষ্টাতেও জল সরাতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। যেসব জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বা আহত হওয়ার খবর আসছে সেই জায়গা-সহ বিভিন্ন লেন-বাইলেনে (Lane-Bylane) যান চলাচল বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বড় রাস্তায় জল জমে যাওয়ায় সেখানে গাড়ি বা বাস খারাপ হয়ে যাচ্ছে। ফলে সেগুলি দাঁড়িয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

দুর্গাপুজোর (Durga Puja) হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। এদিকে অনেক পুজো প্যান্ডেলেই বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জলজমায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। সেই কারণে খালি চোখে যে জায়গাগুলি বিপজ্জনক মনে হচ্ছে, সেই সব জায়গায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানালেন ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) আধিকারিক। তবে যে রাস্তায় চলাচল বন্ধ করা হয়েছে, তার সবই লেন-বাইলেন। এর মধ্যে রয়েছে –
রাজবিহারী অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা
সার্দান অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা
ই এম বাইপাসের বেশ অনেকগুলি কানেক্টর
সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা

বড় রাস্তা বন্ধ না থাকলেও সবচেয়ে সমস্যা হচ্ছে রাস্তায় গাড়ি বা বাস নিয়ে বেরিয়ে বিপদে পড়েছেন অনেকেই। কারণ মাঝ রাস্তায় বাস-গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে। সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি। সম্পূর্ণ ফোর্স নিয়ে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version