Tuesday, November 18, 2025

বহরমপুর টু বরাহনগর, ‘রক্তবীজ-টু’ প্রমোশনে উন্মাদনার ঝড়!

Date:

ছবি মুক্তি পেতে আর বাকি মাত্র দুদিন, কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রমোশনেও তুমুল উন্মাদনা। টিম ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) যেখানেই যাচ্ছে সেখানেই উপচে পড়া জনতার ভিড়। বহরমপুর হোক বা চন্দননগর, হাওড়া হোক বা বরাহনগর সর্বত্রই পঙ্কজ বনাম মুনিরের টক্কর দেখতে তৈরি দর্শক। গত ২২ তারিখ থেকে অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং সেখানেও ‘রঘু ডাকাত’কে যে বেশি শো দেওয়া হয়েছে সেই বৈষম্য ভীষণভাবে স্পষ্ট। কিন্তু মানুষের উচ্ছ্বাস আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee- Nandita Roy) ঘরানার সিনেমার প্রতি বাংলার মানুষের ভালোবাসা- আগ্রহ মুক্তির আগেই বুঝিয়ে দিচ্ছে ‘বহুরূপীর’ পর এই ছবি আরও একবার ব্লকবাস্টার হওয়ার দিকে এগোচ্ছে।

শহর কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় ছবির প্রমোশনে পৌঁছে যান শিবপ্রসাদ, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), কৌশানি মুখোপাধ্যায়রা (Koushani Mukherjee)।সোশ্যাল মিডিয়ার চর্চায় সংযুক্তা- পঙ্কজের (মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রদের নাম) রোমান্টিক কেমিস্ট্রি।

‘ভিলেন’ অঙ্কুশকে একবার ছুঁয়ে দেখতে যেভাবে ভিড় করছেন অনুরাগীরা তাতে এটা বেশ স্পষ্ট ‘রক্তবীজ টু’কে সুপারহিট হওয়ার জন্য ক্ষমতা বা অর্থবল প্রয়োগ করতে হয় না।

আসলে মানুষের ভালবাসাই উইন্ডোজ মিডিয়া হাউজের মূলধন। সিনেমার ট্রেলার মুক্তির পথ থেকেই টানটান চিত্রনাট্য দর্শকের নজর কেড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যেভাবে ‘চোখের নীলে’ গানে মিমিকে (Mimi Chakraborty) নকল করে পর্দার ‘মুনির’ ডান্স স্টেপ দেখিয়েছেন, তা সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল। ছবিতে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ, কিন্তু বাস্তবে দুজনের গভীর বন্ধুত্বের আভাস ভিডিও থেকে স্পষ্ট। পাশাপাশি পহেলগাম হামলায় (Pahelgam Attack) নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলেছে ‘রক্তবীজ টু’ টিম। মাতৃপক্ষে দেবী আসছেন মহিষাসুর নিধন করতে। আর ‘সন্ত্রাসবাদ’ নামের অসুরকে বধ করতে বড়পর্দায় আসছে ‘রক্তবীজ টু’ (Raktabeej 2)। তাই অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়গান দেখতে দর্শকের প্রথম পছন্দ যে শিবু-নন্দিতা পরিচালিত সিনেমাই, সেটা আর আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন হয় না।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version