Monday, November 17, 2025

তিন পুজোর থেকেও খসে পড়ল একটা! অমিত শাহর উদ্বোধন বাতিলে কটাক্ষ তৃণমূলের

Date:

বাংলায় ৬২ হাজার ৩৫৫টি পুজো হয়। তার মধ্যে বিজেপি নিজেদের পুজো বলে দাবি করেছিল মাত্র তিনটিকে। আর সেই পুজো উদ্বোধনে ঘটা করে উদ্বোধন করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কিন্তু বিধি বাম। হারাধনের দশটি ছেলের মতো একটি পুজো উদ্বোধন (puja inauguration) বাতিল করা হল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) থেকে। কেন করা হল? তার জবাব দেয়নি উদ্যোক্তা কিংবা বিজেপি। কিন্তু জানা গিয়েছে, ঘটনার পিছনে রয়েছে উদ্বোধনে লোক যোগাড় করা দুষ্কর হয়ে পড়েছে ওই পুজো কমিটির। লোক হাসানো বন্ধ করতে তাই শেষমেশ সিদ্ধান্ত উদ্বোধনে যাবেনই না অমিত শাহ (Amit Shah)।

রইল বাকি দুটি পুজো। তার মধ্যে একটি পুজো আবার হল ভাড়া করে। যে ধরনের পুজো একমাত্র বিদেশেই হয়। কিন্তু দুর্গাপুজোর পিঠস্থান বাংলায় যে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিজেপিকে, তা ভাবা যায়নি। বিজেপির অন্দরমহলে এখন আকচা আকচির চূড়ান্ত। বলা হচ্ছে, সাধ্য নেই, জনসমর্থন নেই, লোকজন নেই। তা সত্ত্বেও এত কেন ঢাক ঢোল পেটানো? বাংলার শাসক দল তৃণমূলের কটাক্ষ, এখানেই প্রমাণ হয়ে গেল বিজেপির আসলে বাংলায় কোনও পাড়াই নেই।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

শুক্রবার কলকাতার তিন পুজো উদ্বোধনের মধ্যে একটি বাতিল নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে ২৬/৯ চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version