Monday, November 17, 2025

শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

Date:

আজ ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar) ছিলেন একজন বাঙালি বিপ্লবী ও জাতীয়তাবাদী। স্বাধীনতা আন্দোলনে বেশ প্রভাবশালী মুখ ছিলেন তিনি।চট্টগ্রাম এবং ঢাকা থেকে নিজের শিক্ষা শেষ করে তিনি কলকাতার বেথুন কলেজে (Bethune College) পড়াশোনা করেন। দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি একজন দায়িত্বশীল স্কুল শিক্ষিকার ভূমিকা পালন করেন। তাঁকে “বাংলার প্রথম মহিলা শহীদ” হিসেবে গণ্য করা হয়।

তাঁর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”স্বাধীনতা সংগ্রামী, শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে যেখানে এমন বীরাঙ্গনার জন্ম হয়েছিল। শুধু তিনিই নন, মাতঙ্গিনী হাজরা থেকে কল্পনা দত্ত, বীণা দাশ থেকে সুনীতি চৌধুরীর মতো অসংখ্য অগ্নিকন্যার জন্মভূমি আমাদের এই বাংলা। আমি সবসময় মনে করি, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হত না। বাংলাই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান।

আরও পড়ুন: জলজটকে হাতিয়ার করে রাজনীতি! বিরোধীদের ‘কুৎসা’ ভেস্তে দিয়ে জবাব তৃণমূলের 

আমার গর্ব, আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে আলিপুর মিউজিয়াম করেছি সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমাদের স্বাধীনতা খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে। যে ঐক্যবদ্ধ, সম্প্রীতিতে পরিপূর্ণ ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে গড়ে ওঠা এক স্বাধীন দেশের স্বপ্ন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই ঐতিহ্য অটুট রাখাই আমাদের শপথ।”

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version