Tuesday, November 18, 2025

বুধের সকালে রোদের দেখা, পুরসভার তৎপরতায় জল নেমেছে শহরে

Date:

দেবীপক্ষের শুরুতেই ‘অসুর’ বৃষ্টির দাপটে কোণঠাসা হয়ে পড়ে কল্লোলিনী। যদিও কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) প্রবল তৎপরতা ও প্রচেষ্টায় জলমগ্ন শহরকে অনেকটাই স্বাভাবিক করা গেছে। বেশ কিছু রাস্তায় এখনও জল জমে রয়েছে বলে বুধের সকালে খবর মিলেছে। তবে যেভাবে এদিন রোদ উঠেছে তাতে পরিস্থিতি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাওয়া বলে আশা করছেন পুরকর্মীরা। রাতভর কাজ করার পর সকালেও পাম্প – সাকশন মেশিন চলছে। তাহলে কি এবারের মতো পুজোর আগে দুর্যোগ কেটে গেল? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, সকালবেলা রোদের দেখা মিললেও বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। আগামী শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং ষষ্ঠীর দিন থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। যদিও দুর্যোগ পুরোপুরি কেটে গেছে সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ বৃহস্পতিবার সাগরে ফের নিম্নচাপ তৈরি আশঙ্কা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উইকেন্ডে পরিস্থিতি বদলে যাবে।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version