দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হল। ভারতীয় সেনার ভাণ্ডারে যুক্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ট্রেন-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে এই ‘নেক্সট জেনারেশন’ মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিরক্ষা ইতিহাসে এ এক নতুন অধ্যায়। এতদিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য মূলত স্থির লঞ্চপ্যাড ব্যবহার করা হত। এবার প্রথমবারের মতো ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে সফলভাবে উৎক্ষেপণ করা গেল। এর ফলে শত্রুপক্ষকে চমকে দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী আরও কার্যকরভাবে মোতায়েন করতে পারবে এই অস্ত্র।

ডিআরডিও জানিয়েছে, উৎক্ষেপণের সময় সব মাপকাঠি ও প্রযুক্তিগত পরিমাপ প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে। প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সেন্সর ও গাইডেন্স সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও উন্নত।

‘অগ্নি প্রাইম’-এর মূল বৈশিষ্ট্য হল—

• দেশীয় প্রযুক্তিতে তৈরি।

• নেক্সট জেন সেন্সর ও গাইডেন্স সিস্টেম ব্যবহার।

• রেঞ্জ প্রায় ২,০০০ কিমি।

• ট্রেন-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে পরিচালনাযোগ্য।

• শত্রুপক্ষের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে সক্ষম।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই নতুন সাফল্য ভারতের কৌশলগত সক্ষমতাকে নতুন মাত্রা দেবে। ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা পরিকল্পনায় এর প্রভাব যথেষ্ট বড় হতে চলেছে।
আরও পড়ুন – ভোটার তালিকা নিয়ে জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা, চালু হল আধার-ভিত্তিক ই-সাইন যাচাই