Sunday, November 16, 2025

বাংলার পুজোর অনুদানে ‘না’, অসমে সেই বিজেপিই টাকা হাতে পুজো প্যান্ডেলে!

Date:

রাজ্যের অর্থনীতির অন্যতম পরিচালক দুর্গোৎসব। বাংলার প্রশাসনিক ক্ষমতায় আসার পর থেকে এই সত্য উপলব্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৮ সাল থেকে রাজ্যের পুজোগুলিকে সরকারিভাবে সহযোগিতার পথে হেঁটেছিলেন তিনি। আর সেই থেকেই বাংলার বিজেপি নেতারা বাংলার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন পুজোর অনুদান নিয়ে। অথচ প্রতিবেশী অসমেই (Assam) বিজেপির সরকার দুর্গাপুজোয় পুজো (Durgapuja 2025) কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। একেবারে বাংলার প্রশাসনের অনুকরণ করেই সেখানে শুরু হয়েছে পুজোর অনুদান দেওয়া। অথচ তা নিয়ে নীরব বাংলার বিজেপি নেতারা।

২০২৪ সালের দুর্গোৎসবের সময় থেকে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) পুজোর অনুদান দেওয়া শুরু করেছেন। ২০২৫ সালের পুজোর আগেও সেই অনুদানের ঘোষণা করলেন হিমন্ত। তিনি জানালেন বুধবার অসমের পুজো কমিটিগুলির জন্য অনুদান দেওয়া শুরু হয়েছে, যেমন ২০২৪ সালে দেওয়া হয়েছিল। মোট ৭,৮১৭টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে সরকারিভাবে। প্রতিটি কমিটি ১০ হাজার টাকা করে পাচ্ছে।

আরও পড়ুন: সাঁতারের আমন্ত্রণ যাঁর, জুবিন মৃত্য়ু তদন্তে সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার

এবছরের পুজোয় ১ লক্ষ ১০ হাজার টাকা করে প্রতিটি ক্লাবকে অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জুলাই সেই অনুদান ঘোষণা করেছিলেন তিনি। তার পর থেকেই রাজ্যের দফতর থেকে সেই টাকা রাজ্যের ক্লাবগুলির হাতে তুলে দেওয়া শুরু হয়েছিল, যাতে পুজো শুরুর আগে প্রস্তুতিতেই সেই টাকা তারা ব্যবহার করতে পারে। অসম সরকারের অনুদান বাংলার থেকে ১ লক্ষ টাকা কম। সেই সঙ্গে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে এমন সময়ে যখন উৎসব শুরু হয়ে গিয়েছে। আদতে বাংলাকে অনুকরণ করতে গিয়ে যে পদক্ষেপ নিলেন হিমন্ত বিশ্বশর্মা, তাতে কতটা উপকৃত হবেন তা নিয়েও শুরু প্রশ্ন ওঠা।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version