Monday, November 17, 2025

সাংবাদিক, লেখক, প্রাক্তন সাংসদ, ছাত্র নেতা, বর্তমান শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক- এইসব পরিচয় তো ছিলই। সুগায়ক বলেও পরিচিত। এর আগে সিনেমায় স্ক্রিপ্ট লেখা বা পরিচালনাতেও সহযোগীর ভূমিকায় দেখা গিয়েছে। সম্প্রতি বাংলা ছবিতে অভিনয় করছেন। কিন্তু আজকাল.ইন-র সৌজন্যে পুজোর আগেই একেবারে নয়া অবতারে দেখা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সঙ্গে ‘নায়িকা’ও আছেন।

কিছুদিন আগে আজকাল.ইনের সাংবাদিক শ্যামশ্রীর সঙ্গে ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (Social Media Handle) কুণাল লিখেছিলেন, এবার একটা নতুন কাজ করতে চলেছেন তিনি। যেটা করতে তিনি রাজি ছিলেন না। কিন্তু সাংবাদিকই তাঁকে রাজি করিয়েছেন। বিষয়টা কী- তা নিয়ে কৌতুহল তখনই তৈরি হয়। তারপর নানা জল্পনা। প্রথম ছবির পরে কুণালের দ্বিতীয় ছবিতে অভিনয়ের খবর প্রকাশ হলে, এই বিষয়টা একটু বিস্তৃতির আড়ালে চলে যায়। কিন্তু তৃতীয়ার সন্ধিতেই চমক।

রংবেরঙের ধুতি-পাঞ্জাবি (যে পোশাকে সাধারণত কুণাল ঘোষকে দেখা যায় না) পরে তিনি রীতিমতো মডেলের মতো পোজ় দিচ্ছেন। একা নন, সঙ্গে একজন নায়িকাও আছেন। তাঁর সঙ্গে একেবারে মধুর সব মুহূর্ত। এই ছবি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল। কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য নিয়েই যা শোরগোল হয়, তাতে এই ছবি প্রকাশ্যে আসার পরে তা দ্বিগুণ হবে বলাই বাহুল্য। তবে চমকের এখানেই শেষ ছিল না। কিছুক্ষণ পরে রিলিজ হয় এটার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এই নায়িকার সঙ্গে ছাদে, বাগানে, বেঞ্চে ঘুরে বেড়াচ্ছেন কুণাল এবং পরিবেশের সঙ্গে সঙ্গে তাঁর পোশাক বদল হচ্ছে একেবারে পেশাদার মডেলের মতো।

তবে আজকাল.ইনকে কুণাল জানিয়েছেন, এই ভূমিকা নিয়ে একেবারেই কনফিডেন্ট ছিলেন না তিনি। তবু নতুন বিষয় দেখে তাঁর আগ্রহ বাড়ে। প্রস্তাব মেনে কাজে নেমে পড়েন। সেই সাক্ষাৎকারে এসেছে তৃণমূল মুখপাত্রের পুজো-প্রেম সব কথাই। পুজো নিয়ে বরাবরই মাতোয়ারা কুণাল ঘোষ। তাঁর পাড়ার পুজো রামমোহন সম্মিলনীতে তিনিই উদ্যোক্তা। এসবের মধ্যে তাঁর এই নতুন অবতার নিয়ে এখন চর্চা তুঙ্গে।

Related articles

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...

”বলিউডে সবাই পুত্রসন্তান চায়’, লিঙ্গ বৈষম্য নিয়ে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা

বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকে কঙ্গনা রানাউত(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী এখন বিজেপির সাংসদ। কিন্তু জনপ্রতিনিধি...

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ...
Exit mobile version