Sunday, November 16, 2025

রেকর্ড বৃষ্টির ৮ ঘণ্টায় জল-মুক্ত কলকাতা, প্রশাসন – পুরসভার কাজের প্রশংসা মুখ্যমন্ত্রীর 

Date:

৮ ঘণ্টার মধ্যেই জল-মুক্ত শহর কলকাতা। স্বাভাবিক ছন্দে ফিরল তিলোত্তমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য প্রশাসন ও পুরসভা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জনজীবন স্বাভাবিক করেছে একদিনেই।

বৃষ্টির কারণে অনভিপ্রেত মৃত্যু হয় ১০ জনের। রাতভর নগরীর নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়লেও মঙ্গলবার দিনভর পুরসভা এবং জেলা প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ৮ ঘণ্টার মধ্যেই শহরের অধিকাংশ এলাকা জলমুক্ত হয়ে যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকায় কোথাও কোথাও এখনও জল রয়েছে, তা দ্রুত নেমে যাবে। পুরো শহর স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।”

একইসঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “অবিরাম বৃষ্টির মধ্যেই ডিভিসি বিভিন্ন ব্যারাজের জল ছেড়ে দেয়, আর গঙ্গায় জোয়ারও থাকে। এই কঠিন পরিস্থিতিতেও কলকাতা পুরসভা খুব ভাল কাজ করেছে।” পুরসভা কর্তৃপক্ষও জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় দ্রুত জল নামানো, নালা-নর্দমা পরিষ্কার ও জরুরি সেবা চালু রাখার কাজে শতভাগ তৎপরতা দেখানো হয়েছে।

আরও পড়ুন – বৃষ্টির দুঃস্বপ্ন কাটিয়ে শহর থেকে জেলায় হাজার মণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version