ছক ভেঙে বৃহস্পতিবার মুক্তির পাচ্ছে একের পর এক বাংলা ছবি। ‘রক্তবীজ 2’, ‘রঘু ডাকাত’, ‘যত কাণ্ড কলকাতাতে’। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার টিকিটের দামে ছাড় ঘোষণা করল রঘু! সূত্রের খবর, দাম বাড়িয়ে রাখলেও সেরকম বুকিং না হওয়ায় এবার অনলাইন অ্যাপে ১০০ টাকা পর্যন্ত ছাড়ের কথা জানানো হয়েছে। কোথাও আবার আবার প্রযোজনা সংস্থা তাদের OTT প্ল্যাটফর্মের কয়েক মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশনের অফার রেখেছে।

ছবি মুক্তি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ‘রক্তবীজ টু’ আর ‘রঘু ডাকাত’-এর শুরুটা মসৃণ হলেও ঘটনাচক্রে রক্তবীজ 2-এর দুজন প্রধান চরিত্র অভিনেতা অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তীকে অন্য একটি মামলার তদন্তে তলব করে ইডি। সেটা নিয়ে টিপ্পনি কাটতে শুরু করেন দেবের ধামাধারীরা। পাল্টা প্রচারে নামেন আবির-মিমি সমর্থকরা। সবমিলিয়ে ছবি মুক্তির আগেই বেশ জোর টক্কর চলে। এর পরেই একদিন আগে রঘু ডাকাত রিলিজের কথা জানান দেব। কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া যায়, রক্তবীজ 2-ও মুক্তি পাবে ওই একই দিনে অর্থাৎ ২৬ এর বদলে ২৫ সেপ্টেম্বর। হলের শো ঠিক রাখতে ‘যত কাণ্ড কলকাতাতে’-ও মুক্তি পাচ্ছে ওইদিনই। তবে প্রচারে কিছুটা পিছিয়ে অনীক দত্তের ছবি।

এতকিছুর মধ্যে হঠাৎ করে দেখা যায় নটী বিনোদিনী হলে মুক্তির একদিন আগেই হাউজফুল বোর্ড ঝুলছে রক্তবীজ টু-র শো-এ। সিনে মহলের মতে, পিছিয়ে পড়ে নতুন স্ট্রাটেজি রঘু ডাকাতের। টিকিটের দাম বাড়ানোর পরেও আবার সেটা অনলাইন অ্যাপে ১০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রযোজনা সংস্থার প্রতিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিবশনেও ছাড় দেওয়া হচ্ছে। এখন জনতা জনার্দন কোন দিকে রায় দেন সেটা জানা যাবে ছবি মুক্তি পরেই।

আরও পড়ুন – পুজোর দিনেও চিকিৎসা পরিষেবায় সতর্ক প্রস্তুতি সরকারি-বেসরকারি হাসপাতালের

_

_

_

_

_

_
_