Sunday, November 16, 2025

স্বচ্ছতায় জোর ইউআইডিএআই-এর! বাতিল ১.৪ কোটি আধার 

Date:

সারা দেশে মৃত ব্যক্তিদের নামের প্রায় ১.৪ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। সংস্থার দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য হল সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা কেবল জীবিত ও যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো এবং মৃতদের নামে ভুয়ো দাবির সুযোগ পুরোপুরি বন্ধ করা।

ইউআইডিএআইয়ের সিইও ভুবনেশ কুমার জানান, “মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যন্ত জরুরি। এতে কল্যাণ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে, প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকি কমবে। একইসঙ্গে সরকারি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনাও এড়ানো যাবে।”

বর্তমানে দেশের ৩৩০০–এরও বেশি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে আধার। সংস্থার লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মৃত ব্যক্তিদের প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা। তবে সমস্যার বড় কারণ হল মৃত্যুর নথিভুক্তিকরণে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে আধার নম্বর উল্লেখই থাকে না, আবার কখনও ভুল বা অসম্পূর্ণভাবে লেখা হয়। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানে তথ্য ছড়িয়ে থাকায় যাচাই ও তথ্য মেলাতে সময় লাগছে।

সরকারও স্বীকার করেছে, অতীতে বহুবার মৃতদের নামেই সরকারি সুবিধা পৌঁছেছে। সেই কারণেই ইউআইডিএআই নাগরিকদের অনুরোধ জানিয়েছে, মৃত্যু হলে যেন তা এমআধার পোর্টালে রিপোর্ট করা হয়। ভুবনেশ কুমারের কথায়, “সঠিক ও আপডেটেড ডেটাবেস বজায় রাখা লক্ষ লক্ষ সুবিধাভোগীর স্বার্থরক্ষার জন্য অপরিহার্য। এটাই ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

আরও পড়ুন – আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version