Sunday, November 16, 2025

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

Date:

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার এইসব কিছু নিয়েই পুজোর মরশুমে দর্শকের দরবারে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2)। ছবিটি ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর সিক্যুয়ল। আগের ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবি টর্নেডো আনবে।

এখানে ঘটনার স্রোত এগিয়েছে আগের সূত্র ধরেই। যদিও লক্ষ্য পরিবর্তিত। অপরাধী কে, শুরুতেই পরিষ্কার। তিনি কীভাবে লক্ষ্য পূরণে এগোন এবং আদৌও সফল হন কি না, সেটাই জানান দিয়েছে ছবি। মুহূর্তে মুহূর্তে ঘটেছে বাঁকবদল। শিহরণ ছড়িয়েছে শেষ মুহূর্তেও।

আইজি পঙ্কজ সিংহ, এসপি সংযুক্তা মিত্র, ইনস্পেকটর নিত্যানন্দ এবারেও আছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছায়ায় অনিমেষ চট্টোপাধ্যায় কিংবা তাঁর বড়দি গৌরী দেবীও আছেন। তবে এবারের কাহিনির মূলে রয়েছেন মুনির আলম। ছদ্মবেশে একটার পর একটা অপরাধ ঘটাতে থাকেন। শেষপর্যন্ত কী হয়? তোলা থাক দর্শকদের জন্য। তবে এটুকু বলা যায়, ছবিটি চাহিদা পূরণে সফল। ভারত ও বাংলাদেশের সম্পর্কের নানাদিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে সৌহার্দ্য। বলা হয়েছে, জঙ্গিদের কোনো দেশ থাকে না। তাদের বিরুদ্ধে লড়তে হবে হাতে হাত রেখে। কাঁধে কাঁধ মিলিয়ে।
আরও খবর: রক্তবীজ ২: সিক্যুয়ালে আরও বড় ধামাকা! খেল্ দেখালেন ‘পঙ্কজ-সংযুক্তা’ আর শিবু-নন্দিতা

‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2) ছবির বড় সম্পদ অভিনয়। পঙ্কজ চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সংযুক্তা চরিত্রে মিমি চক্রবর্তী ফাটাফাটি কাজ করেছেন। নিত্যানন্দ চরিত্রে কাঞ্চন মল্লিক আগের মতোই যথাযথ। অনিমেষ চট্টোপাধ্যায় চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মার্জিত অভিনয় মন ছুঁয়েছে। গৌরী দেবী চরিত্রে অনসূয়া মজুমদার ঠিকঠাক। এসেছে কিছু নতুন চরিত্রও। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাসের অভিনয় মনে রাখার মতো।

তবে সবাইকে ছাপিয়ে গেছেন অঙ্কুশ হাজরা। তিনিই এখানে মুনির আলম। কয়েকটি স্তর রয়েছে তাঁর চরিত্রে। উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জিনিয়া সেন। বনি চক্রবর্তী, অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার সুরারোপিত গানগুলো পুজোয় মুখে মুখে ফিরবে। মাঝেমধ্যেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি আসে। ‘রক্তবীজ ২’ দেখার পর মনে হল, এমন ছবি তৈরি হলে আর্জি জানানোর দরকার নেই, দর্শকরা এমনিতেই প্রেক্ষাগৃহে লাইন লাগাবেন।

Related articles

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...
Exit mobile version