Sunday, November 16, 2025

চতুর্থীতে কলকাতা পুলিশের হাত ধরে পুজো পরিক্রমা প্রবীণ-বিশেষভাবে সক্ষমদের

Date:

দুর্গাপুজোর (Durga Puja) মরসুম মানেই শহরজুড়ে ভিড়, শব্দ, আলোর ঝলকানি। তবে এই উৎসবের জোয়ারে যাঁরা পা মেলাতে পারেন না, সেই প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের মুখেও হাসি ফোটাতে চতুর্থীর সকালে এক অন্য ছবি তুলে ধরল কলকাতা পুলিশ (Kolkata Police)। আরও পড়ুন: অনাচার-কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন লড়াই: বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

শুক্রবার সকালে কলকাতা পুলিশের (Kolkata Police) তত্ত্বাবধানে শহরের একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপ ঘুরে দেখলেন মোট ৪২০ জন প্রবীণ নাগরিক এবং ২৩০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোর-কিশোরী। পুলিশের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বিশেষ পরিক্রমা’। সকাল থেকেই শহরের নানা প্রান্ত থেকে ২২টি বিশেষ বাস যাত্রা শুরু করে একের পর এক নামী পুজোমণ্ডপে। প্রতিটি বাসে উপস্থিত ছিলেন পুলিশকর্মীরা। যাত্রীদের সঙ্গে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি নিজে হাতে প্রত্যেককে দেন একটি করে ফুল, খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, জানান শুভেচ্ছা। মনোজ ভার্মা বলেন, “দুর্গাপুজো বাঙালির হৃদয়ের উৎসব। তাই যাঁরা ভিড়ের জন্য মণ্ডপ দেখতে পারেন না, তাঁদের কাছে পুজোর আনন্দ পৌঁছে দিতে প্রতি বছরই আমরা এই ‘বিশেষ পরিক্রমা’-র আয়োজন করি। এটা আমাদের কর্তব্য নয়, আমাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা।”

সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের প্যাকেট খাবার— সবকিছুই ছিল বিনামূল্যে। কোনওরকম কষ্ট যেন তাঁদের না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি ছিল আয়োজকদের। একজন প্রবীণ যাত্রী বলেন, “এ বয়সে আর ঠেলাঠেলি করে পুজো দেখা সম্ভব নয়। কিন্তু আজ পুলিশের এই ব্যবস্থায় আবার যেন জীবনের পুরনো দিন ফিরে পেলাম।” আর এক বিশেষভাবে সক্ষম কিশোরীর কথায়, “মা দুর্গার কাছে এবার একটাই প্রার্থনা— প্রতিবছর যেন পুলিশ দাদারা আমাদের এভাবে পুজো দেখান।”

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version