Sunday, November 16, 2025

চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে রাজ্যপালের আপত্তি: সুপ্রিম কোর্টেও থমকে নিয়োগ

Date:

শুক্রবারও কাটল না রাজ্যের উপচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টের (Supreme Court) রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করতে তৈরি করে দেওয়া কমিটিও এক মাসের বেশি সময় ধরে কোনও সমাধান বের করতে পারল না, শুধুমাত্র রাজ্যপালের (Governor) অসহযোগিতায়। শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল ফের সেই তথ্য স্পষ্ট করে দিলেন।

সুপ্রিম কোর্টের শুনানিতে প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের (Justice U U Lalit) নেতৃত্বে অনুসন্ধান ও নিয়োগ কমিটি তৈরি করা হয়। সেই সময়ে মূলত ১৫টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে সমস্যায় ছিল রাজ্য। বিচারপতি ললিতদের কমিটি ১৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২ টিতে উপাচার্য (Vice-chancellor) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিল। তা সত্ত্বেও চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগে রাজ্যপালেরই (Governor) আপত্তি রয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জানালেন অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধের নির্দেশ হাই কোর্টের, উদ্বেগ-শঙ্কার আছে বলেই রায়: মন্তব্য শিক্ষামন্ত্রীর

শুক্রবারের শুনানিতে স্পষ্ট করে দেওয়া হয়, ইতিমধ্যেই প্রথমে ১৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে  বিচারপতি ললিতের কমিটি ১২ জন উপাচার্যের নাম স্থির করেছিলেন। তার মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এখনই হতে পারে। কিন্তু চারটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্যপালের। এই চারটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য রাজ্য ও রাজ্যপালকে ফের আলোচনার নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version