Tuesday, November 18, 2025

চুমু প্রতি ১ হাজার টাকা! বিস্ফোরক ‘কাস্টিং কাউচে’র অভিজ্ঞতা শোনালেন সইফ

Date:

হ্যান্ডসাম ছোটে নবাব। প্রথম বিয়ে বয়সে অনেক বড় অমৃতা সিংকে। দ্বিতীয় স্ত্রী আবার তাঁর থেকে অনেক ছোট। সেই সইফ আলি খানকেই (Saif Ali Khan) না কি টাকার জন্য প্রযোজককে চুমু থেকে হয়। চুমু প্রতি রেট ১০০০টাকা।

পতৌদির নবাব পরিবারের সদস্য। নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) পুত্র। সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন সইফ। কিন্তু অর্থকষ্টের মুখে মায়ের পেশা বেছে নেন সইফ। কেরিয়ারের শুরুতেই ১০ বছরের বড় নায়িকাকে বিয়ে করেছিলেন সইফ। এবার সইফের কথায় উঠে এল, নিজের লড়াইয়ের দিনগুলি। অভিনেতা জানান, একটা সময় তাঁকে মাত্র ১০০০ টাকার জন্য মহিলা প্রযোজককে চুমু খেতে হয়। ১০টি চুমু ১০ হাজার টাকা।

বয়স তখন মাত্র ২১ বছর। সইফ (Saif Ali Khan) সেই সময়ে বয়সে বড় এবং প্রতিষ্ঠিত নায়িকা অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। সারার জন্ম হয় তখন সইফ ২৫। তাঁর উপর পরিবারের দায়িত্ব ছিল। তিনি বলেন, সেই সময়ে একজন প্রযোজক তাঁকে সপ্তাহে এক হাজার টাকা দিয়েছিলেন। শর্ত ছিল একটাই। প্রতিবার টাকা দেওয়ার সময় সইফকে ওই মহিলার গালে চুমু খেতে হবে। মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের পুত্র সইফ অকপটেই স্বীকার করেছেন যে চলচ্চিত্র দুনিয়ায় তাঁর প্রবেশ একেবারেই মসৃণ ছিল না। কাস্টিং কাউচ শুধুমাত্র মেয়েদের হয় তেমন একেবারেই নয়। বাস্তব যে ঠিক কতটা বিপজ্জনক সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন।

সইফ বলেন, “আমি ছবিতে দ্বিতীয় লিড করেছি, তৃতীয় লিডও করেছি। বেশ কয়েকটি চলচ্চিত্র আমাকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছিল। কিন্তু এমন একটি সময় এসেছিল যখন একের পর এক, খারাপ ছবি“। তবে হাল ছাড়েননি সইফ। নব্বইয়ের দশক ছিল তাঁর কেরিয়ারের ‘নেট অনুশীলন’।

‘লাভ কে লিয়ে কুছ ভি কারেগা’ এবং ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবিগুলি সইফকে রোমান্টিক-হিরোর চরিত্র থেকে বেরিয়ে আসতে অনেকটা সাহায্য করেছে। ওমকারা (২০০৬) ছবিতে সইফ ‘ল্যাংরা ত্য়াগী’র জটিল চরিত্রে অভিনয় করে নিজের শিল্পীসত্তা বুঝিয়ে দিয়েছেন। সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছিল জয়দীপ আহলাওয়াতের সাথে জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস-এ তবে সামনেই প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে সইফকে। তিনি অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version