Monday, November 3, 2025

কলকাতার দুর্গাপুজো (Durga Puja) বিশ্বজনীন। এটি ভারতের প্রথম উৎসব যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সেই পুজোর চর্চা যে বিদেশে থাকবে এটা তো স্বাভাবিক। কিন্তু এবার দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যম ভরে গিয়েছে কলকাতার (Kolkata) এক বিশেষ পুজোর খবরে। সেটা সল্টলেকের আইবি ব্লক-এর দুর্গাপুজো। তাদের এবারের থিম ‘দুবাই দুর্গে দুর্গা’। পুরো দুবাই শহরটাই উঠে এসেছে সল্টলেকে!

২০২১-এ দুর্গাপুজোয় বুর্জ খলিফার আদলে ১৬০ ফুট উচ্চতার মণ্ডপ করেছিল শ্রীভূমি। তবে এবার পুজো মণ্ডপ চত্বরটাকেই মিনি দুবাইয়ের আকার দিয়েছে আইবি ব্লক দুর্গাপুজো কমিটি। ডঃ সুবীর চৌধুরী জানিয়েছেন, শুধু বুর্জ খলিফা নয়, দুবাইয়ের আইকনিক বিভিন্ন ভবন রয়েছে সেখানে। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যান্য ল্যান্ডমার্ক যেমন দুবাই ফ্রেম, বুর্জ আল আরব, দুবাই ফাউন্টেনের প্রতিরূপ তৈরি করা হয়েছে সেখানে। আর সেই ‘দুবাই দুর্গে দুর্গা’ দেখতে রোজ ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এবার সেটা নিয়েই চর্চা খাস দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যমে। গলফ নিউজ থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় সেই পুজোর চর্চা।
লেখা হয়েছে, “হাজার হাজার দর্শনার্থী আসেন দুবাই-থিমযুক্ত দুর্গাপূজা উৎসবের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলগুলি অস্থায়ী, আলংকারিক কাঠামো যা হিন্দু উৎসব দুর্গাপুজোর সময় নির্মিত হয়, যা অশুভর উপর শুভর জয় উদযাপন করে।
কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলি অনন্য থিম এবং ব্যতিক্রমী শৈল্পিক কারুশিল্প প্রদর্শনের জন্য বিখ্যাত। প্রতি বছর, শহর জুড়ে সবচেয়ে উদ্ভাবনী এবং সাংস্কৃতিকভাবে নান্দনিক মণ্ডপ তৈরির জন্য প্রতিযোগিতা করে যা উৎসবের সময় লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। কিছু বিখ্যাত মন্দির, প্রাসাদ বা বিশ্বব্যাপী স্মৃতিস্তম্ভের প্রতিলিপি তৈরি করে সামাজিক বার্তা বা আধুনিক শিল্প ধারণা প্রদর্শন করে।”

বিদেশের সংবাদমাধ্যমে বাংলার এক দুর্গাপুজোর প্রশংসা। এবং তার মাধ্যমেই সারা বাংলার দুর্গোৎসব ঘিরে কৃষ্টি, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তার খবর প্রকাশিত হওয়া বাঙালির কাছে নিঃসন্দেহে গর্বের।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version