কলকাতার দুর্গাপুজো (Durga Puja) বিশ্বজনীন। এটি ভারতের প্রথম উৎসব যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সেই পুজোর চর্চা যে বিদেশে থাকবে এটা তো স্বাভাবিক। কিন্তু এবার দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যম ভরে গিয়েছে কলকাতার (Kolkata) এক বিশেষ পুজোর খবরে। সেটা সল্টলেকের আইবি ব্লক-এর দুর্গাপুজো। তাদের এবারের থিম ‘দুবাই দুর্গে দুর্গা’। পুরো দুবাই শহরটাই উঠে এসেছে সল্টলেকে!
লেখা হয়েছে, “হাজার হাজার দর্শনার্থী আসেন দুবাই-থিমযুক্ত দুর্গাপূজা উৎসবের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলগুলি অস্থায়ী, আলংকারিক কাঠামো যা হিন্দু উৎসব দুর্গাপুজোর সময় নির্মিত হয়, যা অশুভর উপর শুভর জয় উদযাপন করে।
কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলি অনন্য থিম এবং ব্যতিক্রমী শৈল্পিক কারুশিল্প প্রদর্শনের জন্য বিখ্যাত। প্রতি বছর, শহর জুড়ে সবচেয়ে উদ্ভাবনী এবং সাংস্কৃতিকভাবে নান্দনিক মণ্ডপ তৈরির জন্য প্রতিযোগিতা করে যা উৎসবের সময় লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। কিছু বিখ্যাত মন্দির, প্রাসাদ বা বিশ্বব্যাপী স্মৃতিস্তম্ভের প্রতিলিপি তৈরি করে সামাজিক বার্তা বা আধুনিক শিল্প ধারণা প্রদর্শন করে।”
–
–
–
–
