Sunday, November 16, 2025

সপ্তমীতেই বৃষ্টি শুরু: উপেক্ষা করেই রাজপথে জনজোয়ার

Date:

আর পাঁচটা পুজোর দিনের থেকে আলাদা হওয়ার কথা ছিল না। দুর্গাপুজোর সপ্তমীতে হলও তেমনটাই। যদিও বৃষ্টির পূর্বাভাস না থাকা সত্ত্বেও শহর ভিজলো বৃষ্টিতে। তবে কলকাতার দুর্গাপুজোর (Durgapuja 2025) দর্শনার্থীরা বুঝিয়ে দিলেন বৃষ্টিকে তাঁরা ভয় পান না। বাগবাজার থেকে বেহালা, চেতলা থেকে সল্টলেক – একইভাবে ভিড় বজায় রইল দুর্গাপুজোর সপ্তমীতে (Saptami)।

শোভাবাজার রাজবাড়ি হোক বা হাতিবাগান সার্বজনীন অথবা কুমোরটুলি পার্ক, সপ্তমীর সকাল থেকে ভিড়টা আছড়ে পড়ছিল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে শুধু ভিড় রইল না, পরিণত হল জনসমুদ্রে। শুধু উত্তর কেন, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা, সল্টলেক, দক্ষিণ কলকাতা, বেহালা, হরিদেবপুর, ঠাকুরপুকুর, কসবা, গড়িয়া, নাকতলা—এক কথায় টালা থেকে টালিগঞ্জের প্রতিটি রাস্তা, প্রতিটি কোণায় সুনামির মতো ভিড় আছড়ে পড়েছে।

বৃষ্টির ভ্রুকুটি থাকলেও তা এখনও পর্যন্ত বঙ্গবাসীকে দমাতে পারেনি। অষ্টমীতে নাকি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নবমী, দশমীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারই আভাস পাওয়া গেল সপ্তমীতে (Saptami)। সন্ধ্যার পরই হয়ে গেল এক পশলা বৃষ্টি (rain)। তাতে কী! প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মধ্যরাতেও একই ছবি। বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল।

আরও পড়ুন: গোলাপের দামে পদ্ম! অষ্টমীর আগে সুখবর ফুলের বাজারে

এই সময়টায় নামীদামি রেস্টুরেন্ট থেকে শুরু করে কলকাতা স্ট্রিট ফুড, ফাঁকা নেই কোথাও। ঘামতে ঘামতে বন্ধুবান্ধব, পরিজনদের নিয়ে ঠাকুর দেখার পর পেটপুজো না হলে চলে! অতএব বাঙালি এখন রাতের দিকে, কখনও বা দুপুরে লাইন দিচ্ছে রেস্টুরেন্টের দরজায়।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version