বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

Date:

Share post:

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার কর্ণধার সজ্জন জিন্দল (Sajjan Jindal)। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার ভূয়ষী প্রশংসা করেন তিনি। সজ্জনের স্ত্রী সঙ্গীতা জিন্দল (Sangita Jindal) বাংলায় আর্ট স্কুল করার ইচ্ছা প্রকাশ করেন। মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও বাংলার শারদোৎসবকে এগিয়ে রাখলেন জিন্দল দম্পতি। বললেন, কলকাতার দুর্গাপুজো মুম্বইয়ের গণপতি উৎসবের থেকে অনেক আলাদা মাত্রার।

দশমীতে বড় শিল্প ভাবনার কথা জানালেন সজ্জন জিন্দল। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার ভূয়ষী প্রশংসা করেন তিনি। বাংলায় বিনিয়োগের বড় ভাবনা জিন্দল গ্রুপের। সজ্জন জানান, “BGBS-এ লগ্নির কথা বলেছি। ভবিষতেও পশ্চিমবঙ্গে বড় কিছু করতে চলেছে JSW গ্রুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সহযোগিতা করেন। মা দুর্গা আশীর্বাদ করলে নিশ্চয়ই এই প্রয়াস সফল হবে।”

এদিন সুরুচি সঙ্ঘের প্যান্ডেল সস্ত্রীক ঘুরে দেখেন সজ্জন জিন্দল। এই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন তিনি। বলেন, “প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় এলাম। আমি মুম্বইয়ের বাসিন্দা। সেখানে গণপতি উৎসব দেখি। কিন্তু বাংলার দুর্গাপুজো একেবারে অন্য মাত্রার। শিল্প এবং চিন্তনের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দিয়ে যায় পুজো মণ্ডপ। ইউনেস্কোর তালিকায় নাম থাকার সত্যিই যোগ্যতা রয়েছে দুর্গাপুজোর।”

এরপরে সঙ্গীতা জিন্দাল জানান, কলকাতায় এত শিল্প-সংস্কৃতির চর্চা হয়। দুর্গাপুজোর মণ্ডপগুলি এক একটি শিল্পের নির্দশন। বলেন, “মিস্টার জিন্দাল বাংলায় কী করতে চান আমি জানি না, তবে আমি এখানে আর্ট স্কুল করতে চাই। এই এই শিল্পীরা যেন আরও ভালো করে প্রশিক্ষণ পান।”

উমা চলেছে কৈলাসে। বাংলার মন ভারাক্রান্ত, আকাশের মুখ ভার। কিন্তু তার মধ্যেও আশার কথা শোনালেন জিন্দাল দম্পতি। বাংলায় বড় বিনিয়োগ, বড় লগ্নির ভাবনা রয়েছে জিন্দাল গ্রুপের।

spot_img

Related articles

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

ইহুদিদের পবিত্র পরবের দিনে হামলা ম্যানচেস্টারে! মৃত ৩

ইহুদি সালপঞ্জী অনুযায়ী ইয়োম কিপ্পুর পরবে পবিত্র ধর্মীয় উপাসনায় জমায়েত হন ইহুদি ধর্মের মানুষ (Jewish community)। সেই রকমই...