Monday, November 17, 2025

পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

Date:

পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনাবাহিনীর। পাকিস্তানি (Pakistan) সেনার সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্মীরও। প্রায় শ’দুয়েক মানুষ আহত। পাক সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে ৩৮ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। গত চারদিন ধরে ওই অঞ্চলে বিক্ষোভ আন্দোলন চলছে। পরিস্থিতি সামাল দিতে দাদিয়াল, মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, নীলম ভ্যালি ও কোটলিতে ব্যাপক শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ।

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (এএসি)। পাক সরকারের বিরুদ্ধে ব্যর্থতা ও তাঁদের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। ৩৮টি দাবি নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। দাবির মধ্যে রয়েছে,

PoK-কে-তে পাকিস্তানে বসবাসকারী শরণার্থীদের জন্য বরাদ্দ ১২টি বিধানসভা আসন বাতিল করা

ময়দা ও বিদ্যুতের উপর ভর্তুকি, কর ছাড়

অসমাপ্ত উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ করা

সেনা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে এই দাবি নিয়ে বিক্ষোভ পাক (Pakistan) সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। মুজফ্ফরাবাদে পাঁচ আন্দোলনকারীকে পাক সেনা গুলি করে মারে বলে অভিযোগ। আন্দোলন থামাতে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ দোকান বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান। ২৯ সেপ্টেম্বর থেকে টানা বন্ধ মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ল্যান্ডলাইন পরিষেবা। ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাবি, তাঁরা পাক অধিকৃত কাশ্মীরের দাবি শুনতে প্রস্তুত। তবে শান্তিপূর্ণ ভাবে আলোচনা করতে হবে। সেনা বাহিনীকেও সংযম দেখানোর পরামর্শ দেন তিনি। কিন্তু সেটা যে শুধুমাত্র কথার কথা সেটা গুলি চালানোর ঘটনা থেকেই প্রমাণিত। বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির মুখপাত্র নাসির আজিজ।

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version