কথায় রয়েছে ‘জয় মা দুর্গা’। অথচ ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আশ্চর্য এই তোষামোদি করতে গিয়ে কার্যত মুখ পুড়ল খোদ নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্য গুজরাট বিজেপির (Gujarat BJP)। এক্স (X) হ্যান্ডেলে এই ছবি দিতেই ভুল ধরিয়ে দিল এক্স-এর অ্যালগোরিদম। এরপরই কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। অমৃতকালে মা দুর্গার দাড়ি হওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি।

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নেতাদের হঠাৎ বাংলা প্রীতি জেগে উঠেছে। নরেন্দ্র মোদির মুখে দুর্গাপুজোর বার্তা। এমনকি দুর্গা মণ্ডপে আরতির ছবিও পোস্ট করেন তিনি। এবার মোদিকে অনুসরণ করতে গিয়ে বিপাকে গুজরাট বিজেপি।

দুর্গাপুজো ছবি তুলে ধরতে গিয়ে নরেন্দ্র মোদির মা দুর্গার আরতির ছবি তুলে ধরে গুজরাট বিজেপি (Gujarat BJP)। সোশ্যাল মিডিয়ায় লেখা হয় ‘জয় মা দুর্গা’। তলায় ছবি দেওয়া হয় মোদির (Narendra Modi) আরতি। আর এই পোস্ট হতেই এলন মাক্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সংশোধনের জায়গায় ঘোষণা করে – এই ছবি মা দুর্গার নয়। এই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন: POK-র অশান্তিতে প্রথম বিবৃতি ভারতের

এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার। সেই পোষ্টের উল্লেখ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করেন, সত্যিই অবাক হয়েছিলাম মাকে দাড়িওয়ালা দেখে। কিন্তু কে বলতে পারে অমৃত কালে কিই বা না হয়।

–

–

–

–

–