আহমেদাবাদের টেস্টে জয়ের আশার মধ্যেই রয়েছে আশঙ্কার চোরাস্রোতও

Date:

Share post:

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (WI) বিরুদ্ধে প্রথম টেস্টের ( Test) প্রথম ইনিংসেই চালকের আসনে ভারত (India)। ক্যারিবিয়ানদের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৪৪৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ভারত এগিয়ে রয়েছে ২৮৬ রানে। কেএল রাহুলের সঙ্গে শতরান করলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। জয়ের আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও।

আহমেদাবাদের স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকালে দেখা যাবে শ’খানেক দর্শক। টেস্টের জনপ্রিয়তা উপমহাদেশে যে কমছে সেটা বোঝা যাচ্ছে মোতেরা স্টেডিয়ামের দৃশ্য দেখে। যা কিন্তু ‘আশঙ্কিত’ হওয়ার কারণ আছে যথেষ্ট।

২০১৯ সালে রাঁচিতে টেস্টের পর বিরাট কোহলি বলেছিলেন, “আমাদের মনে হয় ‘টেস্ট সেন্টার’ বানানো উচিত। এর জন্য পাঁচটা নির্দিষ্ট কেন্দ্রই যথেষ্ট। আমার ধারণা, বিদেশি দল এখানে এলে যেন জানতে পারে এই পাঁচ জায়গাতেই খেলতে হবে। এটা হলেই মাঠে দর্শক আসবে। বিপক্ষ দলের উপর চাপও তৈরি হবে।”

এবার আসা যাক খেলার কথায়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ব্যাট হাতে শতরান করলেন ধ্রুব জুরেল। অর্ধশতরান এবং শতরান পূর্ণ করার পর তাঁর সেলিব্রেশনের স্টাইল নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। এই প্রসঙ্গে জুরেল বলেন, ‘‘পঞ্চাশ করার পর বাবাকে উৎসর্গ করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আর শতরানটা উৎসর্গ করেছি ভারতীয় সেনাকে।’’

শতরান করেছেন রবীন্দ্র জাদেজাও। লাল বলের ক্রিকেটে ৬টি বা তার বেশি টেস্ট সেঞ্চুরি ও ৩০০টি উইকেট পাওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠস্থানে আছে জাদেজার নাম।দ্বিতীয় দিনের শেষে জাদেজা ১০৪ রানে অপরাজিত আছেন। সব মিলিয়ে টেস্টে তাঁর রান সংখ্যা ৩৯৯০। আর ১০ রান করলেই ৪০০০ রানের কোঠায় ঢুকে যাবেন তিনি।

আরও পড়ুন :অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ট্রাইওন্ডা’, জানুন বিশ্বকাপের বলের খুঁটিনাটি

নিজেকে নতুন ভাবে ফিরে পাওয়া নিয়ে রাহুল বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে ব্যাটিং দারুণ উপভোগ করছি। বিভিন্ন ধরনের পরিবেশে খেলছি। ইংল্যান্ডে রান পেয়ে দারুণ লেগেছে। মজা পেয়েছি ওখানে খেলে। ওই সিরিজ়টা আমাকে প্রচুর আত্মবিশ্বাসও দিয়েছে। বেশ কিছু রান করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নেমেছি। সেটার সুবিধা পেয়েছি।’’

spot_img

Related articles

১০ অক্টোবর গোটা দেশে SIR! রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

উৎসবের মরশুম শুরুর আগেই বাংলায় শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর কাজ। ভোটার তালিকা থেকে একজনও ন্যায্য ভোটারের...

রাজ্য জুড়ে প্রস্তুতি শনিবারের কার্নিভালের, কলকাতায় রবিবারে যান নিয়ন্ত্রণ

উৎসবের শেষেও উৎসবের রেশ। রবিবার রেড রোডে রয়েছে এবারের পুজো কার্নিভাল। শনিবার বিভিন্ন জেলা প্রশাসনের উদ্যোগে জেলায়-জেলায় কার্নিভালের...

বিশ্বকাপে এবার ভারত-পাক, করমর্দন নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

এশিয়া কাপের বিতর্কের রেশ কাটতে না কাটতেই  মহিলা বিশ্বকাপেও (ICC Women World Cup) এবার পাকিস্তানের মুখোমুখি  হচ্ছে ভারত...

পাকিস্তানে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন: POK-র অশান্তিতে প্রথম বিবৃতি ভারতের

পাক অধিকৃত কাশ্মীরে নাগরিকরা সাধারণ পরিষেবার দাবিতে আন্দোলন করেছিলেন। আর সেটা দমন করতে পাকিস্তান প্রশাসন নাগরিকদের উপর গুলি...