Tuesday, December 9, 2025

দেবী দুর্গার বিদায়ের পরেই আলিপুরদুয়ারে শুরু ভান্ডানি মায়ের আরাধনা

Date:

Share post:

দেবী দুর্গা চলেছেন কৈলাসের পথে। বঙ্গে এখন বিষাদের সুর। তার মধ্যেই আলিপুরদুয়ারে ফের নতুন করে বোধনের সুর। শুক্রবার একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হয়েছে মা ভান্ডানি রূপে দেবীদুর্গার আরাধনা। ডুয়ার্সের (Duars) আলিপুরদুয়ারের (Alipurduwar) কুমারগ্রামের নারারথলি, দুই নম্বর ব্লকের পূর্ব ভোলারডাবড়ি,এক নম্বর ব্লকের বাইরাগুড়ি-সহ বেশ কিছু এলাকায় দুর্গা পূজিতা হন দেবী ভান্ডানি রূপে।

দুর্গার দশহাত থাকলেও দেবী ভান্ডানি এখানে চতুর্ভুজা। বাহন বাঘ। দেবীর সঙ্গেই এখানে পূজিতা হন স্বরস্বতী ও লক্ষ্মী। গণেশ-কার্তিক থাকেন না এই পুজোয়।

দেবী দুর্গার অপর রূপ দেবী ভান্ডানিকে উত্তরবঙ্গের বিস্তীর্ন বনাঞ্চলের বনবস্তিবাসীরা পুজো করে “বনদুর্গা রূপে”। উত্তরবঙ্গের বনাঞ্চলেও তাই দেবী দুর্গার বিসর্জনের পর এক উৎসবের শেষে আরেক উৎসব শুরু হয়ে যায়। ভান্ডানি পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি লোককথা রয়েছে। দুর্গা যখন জঙ্গলের পথ ধরে কৈলাসে ফিরছিলেন, তখন রাজবংশী রাখালের সঙ্গে দেখা হয়। তখন সেই রাজ্যের রাজা সুরথ দেবীকে পুজো করেন ভান্ডানি রূপে। তারপর থেকে ওই রাজ্যে রাজার শূন্য ভান্ডার পরিপূর্ণ হয়ে যায়।

কুমারগ্রাম ব্লকের নারারথলি গ্রামের দুই নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজো ও মেলার আয়োজন করা হয়। এই পুজো ও মেলার বয়স উদ্যোক্তাদের মতে, দুশো বছর পেরিয়ে গিয়েছে। এই পুজোর সময় গ্রামের যে সব মানুষ বাইরে থাকেন তাঁরা বাড়িতে ফেরেন। দুর্গাপুজোর পরে ভান্ডানি দেবীর আরাধনায় মেতেছে আলিপুরদুয়ার (Alipurduwar)।

spot_img

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

অচলাবস্থার জেরে শাস্তির মুখে ইন্ডিগো, কেড়ে নেওয়া হতে পারে শতাধিক বিমান!

একটা গোটা সপ্তাহ জুড়ে একের পর এক উড়ান বাতিলের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি আর লোকসানের পর অবশেষে ইন্ডিগো...

গীতাপাঠের মাঠে ‘বাংলাদেশী’ বলে বাঙালিকে মার! গো-বলয়ের রাজনীতিতে সরব তৃণমূল

গোবলয় থেকে সাধু সন্তদের এনে মঞ্চ ভরালো বিজেপি। নাম হল গীতাপাঠ। মাঠ ভরালো রাম-হনুমানের ধ্বজা। এহেন বহিরাগত সংস্কৃতির...

টি২০ সিরিজ শুরুর আগেই জগন্নাথ ধামে গম্ভীর, সঙ্গে ছিলেন কারা?

বরাবরই তিনি  ভক্তিবাদী, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা। কলকাতায় এলেই যান কালীঘাট মন্দিরে। গুয়াহাটি গেলে কামাখ্যা দর্শন করেন। এবার...