Monday, November 17, 2025

দেবী দুর্গার বিদায়ের পরেই আলিপুরদুয়ারে শুরু ভান্ডানি মায়ের আরাধনা

Date:

Share post:

দেবী দুর্গা চলেছেন কৈলাসের পথে। বঙ্গে এখন বিষাদের সুর। তার মধ্যেই আলিপুরদুয়ারে ফের নতুন করে বোধনের সুর। শুক্রবার একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হয়েছে মা ভান্ডানি রূপে দেবীদুর্গার আরাধনা। ডুয়ার্সের (Duars) আলিপুরদুয়ারের (Alipurduwar) কুমারগ্রামের নারারথলি, দুই নম্বর ব্লকের পূর্ব ভোলারডাবড়ি,এক নম্বর ব্লকের বাইরাগুড়ি-সহ বেশ কিছু এলাকায় দুর্গা পূজিতা হন দেবী ভান্ডানি রূপে।

দুর্গার দশহাত থাকলেও দেবী ভান্ডানি এখানে চতুর্ভুজা। বাহন বাঘ। দেবীর সঙ্গেই এখানে পূজিতা হন স্বরস্বতী ও লক্ষ্মী। গণেশ-কার্তিক থাকেন না এই পুজোয়।

দেবী দুর্গার অপর রূপ দেবী ভান্ডানিকে উত্তরবঙ্গের বিস্তীর্ন বনাঞ্চলের বনবস্তিবাসীরা পুজো করে “বনদুর্গা রূপে”। উত্তরবঙ্গের বনাঞ্চলেও তাই দেবী দুর্গার বিসর্জনের পর এক উৎসবের শেষে আরেক উৎসব শুরু হয়ে যায়। ভান্ডানি পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি লোককথা রয়েছে। দুর্গা যখন জঙ্গলের পথ ধরে কৈলাসে ফিরছিলেন, তখন রাজবংশী রাখালের সঙ্গে দেখা হয়। তখন সেই রাজ্যের রাজা সুরথ দেবীকে পুজো করেন ভান্ডানি রূপে। তারপর থেকে ওই রাজ্যে রাজার শূন্য ভান্ডার পরিপূর্ণ হয়ে যায়।

কুমারগ্রাম ব্লকের নারারথলি গ্রামের দুই নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজো ও মেলার আয়োজন করা হয়। এই পুজো ও মেলার বয়স উদ্যোক্তাদের মতে, দুশো বছর পেরিয়ে গিয়েছে। এই পুজোর সময় গ্রামের যে সব মানুষ বাইরে থাকেন তাঁরা বাড়িতে ফেরেন। দুর্গাপুজোর পরে ভান্ডানি দেবীর আরাধনায় মেতেছে আলিপুরদুয়ার (Alipurduwar)।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...