দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি হারাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে রাজ্যজুড়ে বৃষ্টি হলেও আসন্ন কার্নিভালের দিনে আবহাওয়া বড়সড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই আশার কথা শোনাল আবহাওয়াবিদরা।

সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একটানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে, যদিও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুতের দাপট দেখা দিতে পারে।

তবে উত্তরবঙ্গে পরিস্থিতি অন্য রকম। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে লাল সতর্কতা। কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে দফতরের পূর্বাভাস।

আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলায়। তবে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের সামগ্রিক আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হবে। ফলে কার্নিভালের দিনে বড় কোনও সমস্যার আশঙ্কা নেই।

আরও পড়ুন – বরানগরে ভরদুপুরে বন্ধ সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ীর দেহ উদ্ধার

_

_

_

_

_
_