Tuesday, November 18, 2025

বক্সঅফিসে ঝোড়ো ব্যাটিং, প্রথম সপ্তাহে পাঁচ কোটি ছুঁই ছুঁই রক্তবীজ টু-র সাফল্য! 

Date:

শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত পুজোর ছবি মানেই যে সুপারহিটের হ্যাটট্রিক, রক্তবীজ, বহুরূপী (Bahurupi), আর রক্তবীজ টু (Raktabeej 2)পরপর তিন বছরে তা প্রমাণ করেছে। এবার প্রকাশিত হল প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান। রিপোর্ট বলছে আবির-মিমি-অঙ্কুশ-কৌশানি অভিনীত ছবির সাফল্য প্রায় পাঁচ কোটি ছুঁইছুঁই। চওড়া হাসি শিবু- নন্দিতার মুখে।

টিজার, ট্রেলার, গান প্রকাশ্যে আসার পর থেকেই ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) ঘিরে উন্মাদনার পারদ ছিল উর্ধ্বমুখী। ছবি মুক্তি পেতেই ঝোড়ো ব্যাটিং করেছে এই সিনেমা। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের অফিসিয়াল স্যোশাল মিডিয়া পেজে প্রকাশিত ছবির প্রথম সপ্তাহে ব্যবসার হিসেব বলছে, ছবি মুক্তির প্রথম সপ্তাহে বৃহস্পতিবার ২৫ লক্ষ, শুক্রবার ৩২ লক্ষ, শনিবার ৫৭ লক্ষ, রবিবার ৬৬ লক্ষ, সোমবার ৭৫ লক্ষ, মঙ্গলবার ৮৫ লক্ষ, বুধবার ৬১ লক্ষ ও বৃহস্পতিবার ৫৪ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে এই ছবি। অর্থাৎ ব্যবসার নিরিখে এই ছবির সাফল্য প্রায় ৪.৫৫ কোটি টাকা। যেভাবে এই ছবি এগিয়ে চলেছে তাতে বাংলা সিনেমার ইতিহাসে যে উইন্ডোজ প্রযোজিত ছবি আরও একটা নতুন মাইলফলক তৈরি করতে চলেছে তা আর বলার অপেক্ষায় রাখেনা। আর হবে নাই বা কেন। পরিচালকদ্বয়ের মুন্সিয়ানা, মৌলিক গল্পে সমৃদ্ধ চিত্রনাট্যের সফল রূপায়ণ, অসাধারণ অভিনয়, দুরন্ত ক্লাইম্যাক্স আর গুরুত্বপূর্ণ মেসেজ এই ছবির ইউএসপি। সিনেমা দেখার পর দর্শকরা সকলেই বলেছেন এই ছবি আগামী সিক্যুয়েলের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিল। সিনে সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরাও।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version