দেবীপক্ষের শেষ লগ্নে সোমবার বাংলা জুড়ে উদযাপিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja)। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন হলেও এই পূর্ণিমা তিথিতে রাজ্যজুড়ে ছুটির আমেজ। তাই আগামী ৬ অক্টোবর পাতাল রেল পরিষেবাতেও বেশকিছু রদবদলের ঘোষণা করা হয়েছে। গ্রিন, পার্পল, ইয়েলো, অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও ব্লু লাইনে মেট্রো সূচিতে রদবদলের ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো সংখ্যা কমে দাঁড়াবে ২৩৬। অর্থাৎ ১১৮টি আপ ও ১১৮ টি ডাউনলোড মেট্রো চলবে। অন্যান্য দিনের তুলনায় মোট ৩৬টি কম। তবে প্রথম এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময়ে কোনও বদল নেই।
প্রথম মেট্রো:-
- সকাল ৬.৫০ মিনিটে নোয়াপাড়া- শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
- সকাল ৬.৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম- দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
- সকাল ৬.৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে। ওই একই সময়ে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
শেষ মেট্রো:-
- রাত ৯.২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে।
- রাত ৯.৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে।
- রাত ৯.৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম- দমদম রুটের শেষ মেট্রো ছাড়বে।
–
–
–
–
–
–
–
–
