Monday, November 17, 2025

পর্যটকদের ফেরাতে তৎপর প্রশাসন! শিলিগুড়ি থেকে চালু স্পেশাল বাস

Date:

বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সমস্ত পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছেন। তবে পাহাড় থেকে পর্যটকদের ফিরিয়ে আনার জন্যে রাজ্য প্রশাসন ব্যবস্থা করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) রবিবার বিশেষ বাস (Bus) সার্ভিস চালু করেছে।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই দুর্যোগ প্রসঙ্গে জানিয়েছেন, দার্জিলিং থেকে পর্যটকদের জন্য স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে। ইতিমধ্যেই তিনটি বাস (Bus) ফুল বুকড হয়ে গিয়েছে। সকলকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরানো হচ্ছে। রাতেও স্পেশাল বাস সার্ভিস থাকবে। রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে মোট তিনটি স্পেশাল বাস চালানো হবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়ছে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে। বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় পরবর্তী দু’টি বাস ছাড়বে। কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রাতের দিকেও পর্যটকরা শিলিগুড়িতে এসে পৌঁছলে তাঁদের জন্যেও রাতে স্পেশাল বাসের সংখ্যা বাড়ানো হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ ভেঙে পড়ে শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছিল। রবিবার দুপুরের মধ্যেই বেশ কিছু অংশ মেরামত করা হয়েছে। আপাতত পাঙ্খাবাড়ি রোডটি দিয়ে পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই দার্জিলিঙে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ ও শিলিগুড়ি পুরসভা। হেল্পলাইন নম্বর হল ৭৫৫৭০৩৫১৯৪ (শিলিগুড়ি পুরসভা), ৯১৪৭৮৮১৯০৭৮ (রাজ্য পুলিশ)।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version