মহাষ্টমীতে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আমবাঙালির মতোই ফুচকার লাইনে দাঁড়ান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কন্যা আজানিয়াকে নিয়ে শালপাতার বাটিতে খান ফুচকা। সেই ছবি বিপুল ভাইরাল হতেই তাঁকে নকল করতে আসরে নামেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু একেবারেই অভ্যস্ত না হওয়ায় ফুচকায় কামড় বসান পেয়ারা খাওয়ার মতো। তাঁর এই টুকলি নিয়ে তীব্র খোঁচা দিয়েছে রাজ্যের শাসকদল।

দুর্গাপুজোর অষ্টমীর দিন পুজো মণ্ডপে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে মেয়েকে নিয়ে ফুচকার লাইনে দাঁড়ান অভিষেক। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে খান ফুচকা।

এদিকে অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ হলেন বিধানসভার বিরোধী দলনেতা। দ্বাদশীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে গিয়ে কর্মীদের সঙ্গে ফুচকা খেতে দাঁড়ান শুভেন্দু (Shubhendu Adhikari)। কিন্তু এ বিষয়টিতে তিনি যে একেবারেই অভ্যস্ত নন, নিতান্ত অভিষেক করেছেন বলেই তাঁকে করতে হবে- তা তাঁর ফুচকা খাওয়া দেখেই বোঝা গিয়েছে। প্রথমেই তো ফুচকা নিয়ে এদিক-ওদিক তাকান। সংবাদমাধ্যমে লাইভ হচ্ছে কি না তার খোঁজ নেন। তারপর ফুচকাতে কামড় বসান পেয়ারা বা আলুর চপে কামড় বসানোর মতো।

শুভেন্দুর ফুচকা খাওয়া দেখে প্রবল খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ময়ূরের “পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।”

বিশেষজ্ঞ মহলের মতে, ফিশ ফ্রাই, ঝাল মুড়ির পরে, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে ফুচকা।

–

–

–

–
