Tuesday, November 18, 2025

দুর্যোগে নিখোঁজ মা, অসহায় মেয়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

আমার মাকে খুঁজে পাচ্ছি না, মুখ্যমন্ত্রীকে দেখেই এ-কথা জানিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করে মেয়েটি। মানবিক মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত খোঁজ নেওয়ার।

সোমবার নাগরাকাটায় ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া সকলের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, বিপর্যয় এখনও কাটেনি, নদীর জল আবারও বাড়তে পারে। তাই নিচু এলাকায় থাকা মানুষদের তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে যেন তাঁরা সরকারের তৈরি ত্রাণশিবিরে আশ্রয় নেন। তখনই ত্রাণশিবিরে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ভেঙে পড়লেন অসহায় মেয়েটি। মুখ্যমন্ত্রীকে জানান বিধ্বংসী বন্যায় তার মা নিখোঁজ হয়েছে। একদিন পেরিয়ে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যায়নি। এই কথা শোনামাত্রই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে প্রশাসনিক অধিকর্তাদের নির্দেশ দেন নিখোঁজ মহিলাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে। এছাড়াও বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ার চা-বাগানবাসীদের আর্তনাদ শুনে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন শীঘ্রই তাঁদের বাড়ি-ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা-কবলিত মানুষদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে পোশাক ও রান্না করার সামগ্রী দিয়েছে সরকার।

জেলা জুড়ে ত্রাণশিবির চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। উত্তরবঙ্গের এই বিপর্যয়ে আবারও প্রকাশ পেল কেন্দ্রের উদাসীনতা। সোশ্যাল মিডিয়ায় সামান্য সহানুভূতি ছাড়া কেন্দ্রের তরফে কোনও কার্যকরী সাহায্য মেলেনি। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্গত অঞ্চলে উপস্থিত হয়ে যেমন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন, তেমনি তাঁদের পাশে থেকে ভবিষ্যতের সুরক্ষার প্রতিশ্রুতিও দিলেন। ষাটোর্ধ্ব স্থানীয় বাসিন্দা মিগমা ওরাও বলেন, এই বিপদের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আপনজনের মতো পাশে দাঁড়িয়েছেন। এই মানবিকতা ও দায়িত্ববোধই তাঁকে আলাদা করে তোলে। মৃত পরিবারের সদস্য নবীন ওঁরাও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। ঘোষণার করার সাথে সাথেই আমাদের হাতে টাকা তুলে দেবেন সেটা আমরা ভাবতে পারিনি। মুখ্যমন্ত্রী মানবদরদি ওঁর উপর আমাদের আস্থা আছে। উনি আমাদের ভগবান। এছাড়াও পাহাড়ে ক্ষতিগ্রস্ত পর্যটকদের জন্য অতিরিক্ত ৪৫টি ভলভো বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাঁদের সুরক্ষার সাথে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।

উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের কেন্দ্রের প্রতি ক্ষোভ বাড়লেও, মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে জলপাইগুড়িবাসীর মুখে।

আরও পড়ুন – রোহিত-বিরাটের শেষ সফর! ডনের দেশে টিকিটের চাহিদা তুঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version