Tuesday, November 18, 2025

রোহিতের অবদানকে স্বীকৃতি, অধিনায়ক বদল নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে সহমত গাভাসকর

Date:

কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের এবং টি-টোয়েন্টি দল।  জল্পনা মতোই রোহিত শর্মার ( Rohit Sharma) পরিবর্তে  একদিনের ভারতীয় দলের  অধিনায়ক করা হয়েছে  শুভমান গিলকে। এই নিয়ে নানা মুণির নানা মত। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar )।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেছেন, “এখানে প্রশ্নটা ব্যক্তির নয় দলের। একজন ক্রিকেটার হিসেবে একজন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা, ভারতীয় দলকে অনেক কিছু দিয়েছেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।  চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছে। আইসিসি ইভেন্টে তাঁর জয়ের রেকর্ড অত্যন্ত ভালো। কিন্তু আগামী দিনের দিকে যদি ফোকাস করতে হয় তাহলে আমাদের একজন তরুণ অধিনায়ককে বেছে নিতে হতো। দুই বছর পরের কথা ভেবেই নির্বাচকরা  একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে গিলকে বেছে নিয়েছেন।”

প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন,  “আমি এই বিষয়ে নির্বাচক কমিটির সঙ্গে একমত তারা ২০২৭ বিশ্বকাপের কথা ভেবেই গিলকে অধিনায়ক করেছেন। আমরা জানি না রোহিত বিশ্বকাপে খেলবেন কিনা, যদি তিনি ফিট থাকেন অবশ্যই তিনি বিশ্বকাপে খেলতে পারেন।”

আরও পড়ুন :আগরকরদের অদ্ভুত সিদ্ধান্ত, কোহলি-রোহিতকে অবাক করা প্রস্তাব!

এর সঙ্গেই সানির সংযোজন,  “রোহিত শর্মা বর্তমানে শুধু একদিনের ক্রিকেটেই উপলব্ধ আছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন আমরা যদি ক্যালেন্ডারে দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাব টেস্ট এবং টি-টোয়েন্টি তুলনায় ভারত একদিনে আন্তর্জাতিক ম্যাচ খুব বেশি খেলবেন না। বিশ্বকাপের আগে রোহিত যদি পাঁচ থেকে সাতটি ম্যাচও খেলেন তবুও বড় টুর্নামেন্টের জন্য একজন খেলোয়াড়ের যতটা অনুশীলন বা প্রস্তুতি দরকার ততটা তাঁর পক্ষে করা সম্ভব হবে না।”

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version