উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এখনও পর্যন্ত তেত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য পুলিশ। শুধু উদ্ধার কাজই নয়, রীতিমতো কমিউনিটি কিচেন তৈরি করে গৃহহীন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তারা। খাবার দেওয়া হচ্ছে গাড়ি করে যাওয়া যাত্রীদেরও। কারণ পথে কোন খাবার দোকান খোলা নেই। সোমবার উত্তরবঙ্গে (North Bangal) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাগরাকাটায় পুলিশের কমিউনিটি কিচেনের উল্লেখ করে এই ভূমিকার প্রশংসা করেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা।

এদিন রাজ্য পুলিশের (West Bengal Police) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়,
“পাশে আছি
উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ বন্যাদুর্গত, বহু মানুষ আটকেও পড়েছেন। উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনের বন্দোবস্ত।”

কমিউনিটি কিচেনে পাশাপাশি উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছানোর কাজ চালাচ্ছে পুলিশ (West Bengal Police), বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে সেতু। মুখ্যমন্ত্রী জানান, দ্রুত মিরিকের সঙ্গে একটি বেলি ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে যোগাযোগ স্থাপন করা যায়।

–

–

–

–

–

–

–