Monday, November 17, 2025

দুই সপ্তাহের মধ্যেই জাফার এক্সপ্রেসে ফের হামলা, লাইনচ্যুত একাধিক বগি

Date:

দুই সপ্তাহের ব্যবধানে ফের  হালমা হল জাফার এক্সপ্রেসে( Jaffar Express)। মঙ্গলবার সিন্ধু-বালোচিস্তানের সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল  ট্রেনের একাধিক বগি। দুর্ঘটনার সময় ৪০০-র বেশি যাত্রী ছিলেন ট্রেনটিতে।  ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দুই সপ্তাহ আগেও  এই ট্রেনটিতে হামলা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ  ঘটল। পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে, এই ঘটনায় সাতজন  গুরুতর জখম হয়েছেন। পাকিস্তানের  বালোচিস্তান প্রদেশের  কোয়েটা থেকে খায়বার পাখতোনখোয়ার মধ্যে এই  ট্রেনটি যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে এই ট্রেনে বার বার হামলা হয়েছে। প্রতিবারই নাম উঠে এসেছে বালোচিস্তানের বিদ্রোহীদের।

মঙ্গলবার জাফার এক্সপ্রেসটি পেশোয়ার থেকে সিন্ধু প্রদেশের দিকে যাচ্ছিল। সেই  সময় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর পুলিশ এবং পাক আধা সেনা সেখানে পৌছাঁয়। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। পাক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের ফলে রেল লাইনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

গত মার্স মাসে এই জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালুচ বিদ্রোহীরা। ট্রেনের যাত্রীদের পণবন্দি করা হয়।  উদ্ধার কাজে নামে পাক সেনা। সেই ঘটনায় পাক সেনা সহ ২৬ জনের মৃত্যু হয়েেছিল।  ৩৫ জন বিদ্রোহী নিহত হন। এরপর গত আগস্ট মাসে  এই ট্রেনে হামলা হয়।  এখানেই শেষ নয়, গত দুই সপ্তাহ আগেও এই ট্রেনে হামলা।  বার বার জাফার এক্সপ্রেসকে টার্গেট করছে বালুচ বিদ্রোহীরা।

 

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version