চলতি মরশুমে ইতিমধ্যেই কলকাতা লিগ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল, এবার লক্ষ্য আইএফএ শিল্ড। বুধবার কল্যাণীতে শিল্ডের বোধন। লাল হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। জয় দিয়েই শিল্ড অভিযান শুরু করাই লক্ষ্য লাল হলুদের। বুধবার আইএফএ আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ও ফুটবলার রশিদ।
আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচের আগে হিরোশি ইবুসুকিকে আনার চেষ্টা করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। জাপানী ফুটবলার এলে শিল্ডে শক্তি আরও বাড়বে লাল হলুদের।
বিনো জর্জ শিল্ড প্রসঙ্গে বলেন,”দল কোনও ইনজুরি নেই। আমি আশা করছি আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচ থেকে সব বিদেশিরা থাকবে।আমরা খুব খুশি তিন বছর এই টুর্নামেন্ট ফিরছি। ইস্টবেঙ্গল ২৯ বার জিতেছে এই খেতাব। আমরা পুরো স্কোয়াড নিয়ে নামছি।। ডুরান্ড কাপের পর আমরা বিরতি নিয়েছিলাম। আমরা আবার অনুশীলন শুরু করেছি দুই সপ্তাহ।”
একইসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের কাছে সুপার কাপের প্রস্তুতির মঞ্চ।।আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। তরুণদের সুযোগ দেওয়া। সঙ্গে বাকিদের দেখে নেওয়া। আমাদের দলে হেড কোচ অস্কার, ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকায় রাখবে সেটা পালন করব।”তবে ফাইনালের ডার্বি নিয়ে এখন থেকে ভাবতে নারাজ বিনো জর্জ।।
আরও পড়ুন :শিল্ড শুরুর আগে অস্বস্তি অব্যাহত, আইএফএ-র সাংবাদিক সম্মেলনেও নেই মোহনবাগান
ফুটবলার রশিদ বলেন, “ডায়মন্ড ম্যাচ অতীত, আমরা সামনের দিকে তাকাতে চাই। আমাদের কাছে দারুন একটা সুযোগ এই টুর্নামেন্টে এ খেলা আশা করি ফাইনাল খেলব ও ট্রফি পাব।।”
–
–
–
–
