Monday, November 17, 2025

বন্যাদুর্গত ময়নাগুড়িতে শিক্ষক সংগঠনের মানবিক উদ্যোগ, দুর্গতদের হাতে ত্রাণ

Date:

উত্তরবঙ্গজুড়ে বন্যার প্রকোপে বিপর্যস্ত ময়নাগুড়ি ব্লকের একাধিক গ্রাম। রবিবারের প্রবল বৃষ্টিপাতের ফলে জলঢাকা নদীতে আচমকা জলস্ফীতি ঘটে, ভেঙে যায় নদীবাঁধ। রামসাই, আমগুড়ি, চূড়াভান্ডার সহ বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে নদীর জল। মুহূর্তে জলের তলায় চলে যায় ঘরবাড়ি, ভেসে যায় গবাদিপশু, ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি। আশ্রয়হীন মানুষদের অনেকেই পাড়ি দেন অস্থায়ী ত্রাণ শিবিরে। বর্তমানে জলস্তর কিছুটা নামলেও, বহু মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি — কেউ রেললাইনের ধারে, কেউ বা নদীবাঁধেই গড়ে তুলেছেন অস্থায়ী আশ্রয়।

এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির (জলপাইগুড়ি জেলা শাখা) সদস্যরা। মঙ্গলবার তারা আমগুড়ি ও রামসাই গ্রাম পঞ্চায়েতের একাধিক বন্যাকবলিত এলাকায় যান। সংগঠনের জেলা নেতা স্বপন বসাকের নেতৃত্বে শিক্ষকরা দুর্গত পরিবারের হাতে তুলে দেন শুকনো খাবার, দুধ, পানীয় জল এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এদিনের এই ত্রাণসেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব অমিত সিনহা, দীপাঞ্জন দত্ত, সুশান্ত রায়, হীরক রায়, অনিরুদ্ধ রায়, কমলেশ রায়, মৃত্যুঞ্জয় রায়, বিক্রয় বিশ্বকর্মা, বিষ্ণু নাহা সহ অন্যান্য শিক্ষক নেতারা। সংগঠনের রাজ্য নেতৃত্ব গোবিন্দ পালও এদিন দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা শোনেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, “বন্যার পর এমন উদ্যোগে আমরা আশার আলো দেখেছি। শিক্ষকরা শুধু ক্লাসরুমেই নয়, আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তেও পাশে দাঁড়ান।”

আরও পড়ুন – হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমিধসে বাস চাপা পড়ে নিহত অন্তত ১৮ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...
Exit mobile version