Monday, November 17, 2025

বুধবার থেকে শুরু আইএফএ শিল্ড, প্রিয় দলের খেলা দেখবেন কীভাবে? জানুন বিস্তারিত

Date:

বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড (IFA Shiled)। কল্যাণীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ডেকান। কলকাতা লিগের মতোই আইএফএ শিল্ডের সব  ম্যাচই হবে সরাসরি সম্প্রচার। শিল্ডের প্রতিটি ম্যাচ দেখানো হবে SSEN অ্যাপে।  মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ প্রতিটি দলের ম্যাচেই লাইভ স্ট্রিমিং হবে।

আইএফএ-র সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে শ্রাচি গ্রুপ। এই সংস্থার SSEN অ্যাপেই শিল্ডের খেলার লাইভ স্ট্রিমিং হবে।  ফলে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, মাঠে একান্ত যেতে না  পারলে মোবাইলেই প্রিয় দলের খেলা দেখতে পারবেন। দীর্ঘদিন পর আবার জৌলূসপূর্ণ ভাবেই শিল্ড আয়োজন করছে আইএফএ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সিনিয়র দলকে খেলাবে। ফলে শিল্ড ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

কল্যাণী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হলেও মোহনবাগানের দুটি ম্যাচ ও ইস্টবেঙ্গলের শেষ গ্রুপ ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপের বাকি ম্যাচগুলি হবে কল্যাণী স্টেডিয়ামে। সব ম্যাচই হবে দুপুর ৩টে থেকে।

শিল্ড শুরুর আগে একটি বড়সড় রদবদল হয়েছে। আগে ঠিক ছিল যে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচটা কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামবে। কিন্তু, আচমকাই পরিবর্তন করা হল ভেন্যু। এবার লাল-হলুদ ব্রিগেডকে কিশোর ভারতী স্টেডিয়ামের পরিবর্তে কল্যাণী স্টেডিয়ামে খেলতে হবে।

আইএফএ পরিকল্পনা করেছে, ঢাকের বাদ্যিতে এবারের শিল্ড উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। তাছাড়া, কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচ আয়োজন করার সময় কল্যাণী স্টেডিয়ামে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সেকারণে ফের জেলার স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচটি দেখতে টিকিট লাগবে না দর্শকদের। কিছু পাসের ব্যবস্থা করা হবে ক্লাবগুলোর জন্য। শুধু উদ্বোধনী ম্যাচ নয়। পরিকল্পনা রয়েছে ফাইনাল ছাড়া পুরো শিল্ডটাকেই টিকিট ফ্রি করার।

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version