Tuesday, November 18, 2025

উত্তরপ্রদেশে পুলিশের সামনে পিটিয়ে খুন দলিত যুবককে, চারদিন পর পদক্ষেপ!

Date:

মহিলা থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh), ফের একবার প্রমাণ মিলল। দলিত যুবককে (Dalit youth) চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হল। দাঁড়িয়ে দেখল পুলিশ। এত বড় ঘটনার পরও দায় এড়ানোর চেষ্টা যোগীরাজ্যের পুলিশের। এক পুলিশ আধিকারিক ও দুই কনস্টেবলকে সাসপেন্ড করে দায় সারল উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh police)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখে প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি। এরপর নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার ড্রোন চুরির সন্দেহে রায়বেরেলিতে (Raebareli) গণপিটুনি দেওয়া (lynched) হয় হরিওম নামে এক যুবককে। ভাইরাল ভিডিও-তে দেখা যায়, বারবার সে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম নিচ্ছিল। স্থানীয় সাংসদ হিসাবে রাহুলকে চেনার দাবি করে আক্রান্ত যুবক।

সামাজিক অপরাধ উত্তরপ্রদেশে কীভাবে রাজনীতির সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত, তার প্রমাণ মেলে এই ঘটনায়। ভিডিও-তে দেখা যায়, যতবার আক্রান্ত যুবক কংগ্রেস সাংসদের নাম নিচ্ছিলেন, ততবার হামলাকারীরা দাবি জানান, ওই এলাকায় ‘বাবার’ রাজত্ব চলে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই ‘বাবা’ বলে সাধারণত সম্বোধন করা হয়। সেক্ষেত্রে হামলাকারীরা বিজেপির সমর্থক বলেও অনুমান বিরোধীদের। মৃত হরিওমের বাবার দাবি, ঘটনার সময়েই পুলিশ কর্মীরা (Uttarpradesh police) উপস্থিত ছিল থানার পুলিশ কর্মীরাও। অথচ কেউ জনতাকে বাধা দেয়নি।

আরও পড়ুন: ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

উত্তরপ্রদেশ পুলিশ ঘটনায় দেরিতে পদক্ষেপ নেওয়ার পিছনেও তাই বিজেপির প্রভাবের আশঙ্কা বিরোধীদের। পরবর্তীকালে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। রবিবার রাতে সাসপেন্ড করা হয় উনচাহার থানার এক এসআই ও দুই পুলিশ কনস্টেবলকে।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version