Wednesday, November 19, 2025

গ্রহ-রত্ন বিক্রির আড়ালে ৩৫০ কোটির বিদেশি মুদ্রা তছরুপ! কলকাতা-সহ তিন শহরে ইডির তল্লাশি অভিযান

Date:

এবার গ্রহ-রত্ন (Gemstone) বিক্রির আড়ালে বড়সড় আর্থিক তছরুপের অভিযোগে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। বুধবার সকালে কলকাতা (Kolkata), হায়দরাবাদ(Hyderabad) এবং আহমেদাবাদে(Ahmedabad) একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(Ed raids)। অভিযানে উঠে আসছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা তছরুপের অভিযোগ। প্রাথমিক তদন্তে ইডির হাতে এসেছে প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচারের সম্ভাব্য প্রমাণ।

ইডি সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে এক অভিযোগের ভিত্তিতে এই তদন্তের সূত্রপাত। অভিযোগ ছিল, গ্রাহকদের সস্তা পাথর দিয়ে উচ্চমূল্য আদায় করা হচ্ছে। সেখান থেকেই উঠে আসে আরও গুরুতর আর্থিক তছরুপ ও বিদেশি মুদ্রা পাচারের বিষয়টি। আরও পড়ুন: জেল যাওয়ার ভয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ! ইউক্রেনে বন্দি ভারতীয় যুবক

বুধবার সকালে কলকাতার সল্টলেকের সিএফ ব্লকে এক এজেন্টের বাড়ি ও কিরণশঙ্কর রায় রোডে তাঁর অফিসে হানা দেন ইডির আধিকারিকেরা। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, লেনদেনের হিসাব ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত দলিল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে হায়দরাবাদ ও আহমেদাবাদের কয়েকটি সম্ভাব্য ঠিকানাতেও অভিযান চালানো হয়। ওইসব জায়গা থেকেই বিদেশে টাকা পাচার ও হাওলা লেনদেনের সূত্রে মূল চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। মূলত ভুয়ো ইনভয়েস, জাল আমদানি-রপ্তানি কাগজপত্র এবং বিভিন্ন শেল কোম্পানির সাহায্যে টাকা দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। কে বা কারা এই চক্রের মাথায় রয়েছে, কারা এজেন্ট হিসেবে কাজ করছিল, কীভাবে টাকার লেনদেন হতো—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...
Exit mobile version