বানভাসি উত্তরবঙ্গে গিয়ে স্থানীয়দের হামলার মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু(Khagen Murmu) ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) নিজে হাসপাতালে গিয়ে দেখা করেন আহত সাংসদের সঙ্গে। অন্যদিকে পুলিশও তৎপরতার সঙ্গে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারিতে পদক্ষেপ নিল। ৪৮ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।

জলপাইগুড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গাড়ি ভাঙ-চুর করা হয়, দেখানো হয় জুতোও। এদিন সফরে গিয়ে গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর। আরও পড়ুন : মায়ানমারে জুন্টার বোমা হামলা! ৪০ জন নিহত, আহত বহু

হাসপাতালে আহত খগেন মুর্মুকে দেখতে গিয়ে সুকান্ত বলেন, ‘খগেন মুর্মুর মুখের হাড় ভেঙে গিয়েছে। ছয় সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। চার সপ্তাহ কথা বলতে পারবেন না। পুলিশ ব্যবস্থা না নিলে, বিজেপি নেবে’। ইতিমধ্যেই নাগরাকাটা এবং জয়গাঁও থেকে গ্রেফতার করল পুলিশ। মোট ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল বিজেপি। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

–

–

–

–

–
