২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন প্রিয়াংশু। অনেকে তাঁকে ভালোবেসে বাবু রবি সিং ছেত্রী বলে ডাকেন। সূত্রের খবর,বুধবার ৮ অক্টোবর ভোররাতে নাগপুরে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। মদ্যপ অবস্থাতেই বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা। কথা কাটাকাটির মাঝেই হঠাৎ বন্ধুর হাতে খুন হয়ে যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ২১ বছর। ইতিমধ্যেই এই ঘটনায় অভিনেতার বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুকে গ্রেফতার করা হয়েছে।

প্রিয়াংশু এবং ধ্রুব বহুদিনের বন্ধু বলেই জানা গিয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর দুই বন্ধু মোটরসাইকেলে করে একটি পরিত্যক্ত বাড়িতে মদ্যপানের জন্য গিয়েছিলেন। ভোররাত পর্যন্ত সেখানেই মধ্যপান করেন তাঁরা। কিন্তু এরপরেই বুধবার সকালে হঠাৎ ছেত্রীকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে যদিও জানা যায় প্রিয়াংশু মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের হুমকি দিচ্ছিল, তারপরেই এই ঘটনা ঘটে গিয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, বন্ধু খুনের হুমকি দিতে ভয় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াংশুকে আক্রমণ করেন ধ্রুব। এরপর অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে তার দিয়ে বেঁধে সেখানেই ফেলে রেখে চলে যান তিনি। স্থানীয়রা প্রিয়াংশুকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয় নি।চিকিৎসকরা সেখানে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, প্রিয়াংশু অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ ছবিতে সহ অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। নাগরাজ মঞ্জুলে পরিচালিত এই ছবিটি ভারতে স্লাম সকারের পথিকৃৎ বিজয় বার্সের বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে করা হয়েছিল।

আরও পড়ুন – বাজি শিল্পে আধুনিকীকরণ: রাজ্যের ছয় জেলায় শুরু ক্লাস্টার প্রকল্প

_

_

_

_

_

_
_