Monday, November 17, 2025

তৃণমূলের প্রতিনিধি দলকে আটকালে আমি ত্রিপুরায় যাব: হুঙ্কার মমতার

Date:

তৃণমূলের প্রতিনিধি দলকে আটকালে এবার আমি যাব ত্রিপুরায়। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপিকে নিশানা করেন মমতা।

এদিন আগরতলায় তৃণমূলের (TMC) প্রতিনিধিদলকে আটকায় বিজেপি (BJP)শাসিত রাজ্যের পুলিশ। এই নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ”ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি।” বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে মমতা বলেন, ”আগে নিজের ঘরের দিকে তাকান।” এরপর আরও সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”সেরকম হলে আমি যাব। দেখি কার কত দম!”

মমতা বলেন, এর আগে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরায় হামলা হয়েছিল। সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলা হয়। দোলা সেনের গাড়িতে হামলা হয়। শুধু তাই নয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা, তৃণমূলের একাধিক নেতার উপরে আক্রমণ নেমে এসেছিল ওই রাজ্যে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকেরাও আক্রান্ত হয়েছেন! বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন ঘটনা ঘটেছে। সেই কথাও অভিযোগের আকারে ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করে তিনি বলেন, দেশের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। বিজেপি দেশকে শেষ করে দেবে।

Related articles

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...
Exit mobile version