জেল যাওয়ার ভয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ! ইউক্রেনে বন্দি ভারতীয় যুবক

Date:

Share post:

পড়াশুনা করতে রাশিয়ায় (Russia) গিয়ে জেলে যেতে চাননি ভারতীয় যুবক(Indian youth)। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর (Ukraine Militant) হাতে বন্দি ভারতীয় মাজোতি সাহিল মহম্মদ হুসেন । ৩ দিন রাশিয়ার হয়ে যুদ্ধ করেছিলেন ২২ বছর বয়সী সাহিল। যদিও এখনও ভারতীয় কিয়েভের (Kiev) ভারতীয় দূতাবাস এই তথ্য স্বীকার করলেও। ইউক্রেনের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

সাহিল বন্দি হওয়ার পর, ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে সাহিল জানিয়েছেন, গুজরাটের মোররীর বাসিন্দা তিনি। লেখাপড়া করার জন্য রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাহিল। সেখানে রাশিয়ান পুলিশ তাঁকে মাদক মামলায় গ্রেফতার করে। কিন্তু জেল যাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নিজের কমান্ডারের সঙ্গে মত বিরোধ চরমে পৌঁছলে আত্মসমর্পণ করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে সাহিল অভিযোগ তোলেন, মাত্র ১৬ দিন ট্রেনিং দিয়েই তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করেন সাহিল। তাঁর দাবি, যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাঁকে আর্থিক সাহায্য করার কথা জানানো হয়। কিন্তু তিনি তাও পাননি। সাহিল জানান, তিনি রাশিয়ার জেলে ফিরতে চান না। ইউক্রেনের জেলেই থাকতে চান।

প্রসঙ্গত, বারবার ইউক্রেনের দাবি করেছে রাশিয়া বিভিন্ন দেশ থেকে লোক এনে টাকার বিনিময়ে যুদ্ধ করাচ্ছে। গত মাসে বিদেশ মন্ত্রকের এক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে রুশ সেনায় কর্মরত ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়। যার মধ্যে ১২ জন নিহত ও ১৬ জন নিখোঁজ। ৯৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিজেপির ত্রিপুরায় ঢুকতে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে! বিমানবন্দরেই অবস্থানে নেতৃত্ব

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...