জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সজাগ ভারতীয় সেনা। স্থানীয় মানুষ ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য অনুসারে বিভিন্ন এলাকাতেই নাগাড়ে চলছে তল্লাশি। এবার অনন্তনাগ জেলায় তল্লাশি চালাতে গিয়ে নিখোঁজ দুই প্যারাট্রুপার (Paratrooper)। আবহাওয়া আচমকা পরিবর্তন হওয়ার কারণে তারা নিখোঁজ হন বলে সেনাবাহিনী সূত্রে খবর। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army) ও কাশ্মীর পুলিশ (J&K Police)।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ (Anantanag) জেলার কোকেরনাগ এলাকায় সম্প্রতি সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে লাগাতার অনুসন্ধান শুরু করে ভারতীয় সেনা। একটি বিশেষ বাহিনী তৈরি করে শুরু হয় অনুসন্ধান। এমনিতেই পাহাড় ও জঙ্গলে ঘেরা এই এলাকা। গ্রাউন্ড ট্রুপ, ড্রোন, সেনার কুকুর-সহ প্যারাট্রুপারদেরও নামানো হয় অনুসন্ধানের কাজে।
আরও পড়ুন: যোধপুর পার্কের বাজারে অস্থায়ী দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন
গত শনিবার থেকেই অনন্তনাগ জেলায় বৃষ্টির কারণে আবহাওয়ার অবনতি হয়েছে। বুধবার অনুসন্ধান চলাকালীন আচমকা আবহাওয়ার অবনতি হয়। যার ফলে দৃশ্যমানতা হঠাৎই কমে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। এরপরই নিখোঁজ দুই প্যারাট্রুপারের (Paratrooper) অনুসন্ধান শুরু করে ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। গভীর জঙ্গল এলাকায় শুরু হয়েছে তল্লাশি। অতিরিক্ত বাহিনী তলব করা হয়েছে নিখোঁজ দুই প্যারাট্রুপারের অনুসন্ধানে।
–
–
–
–
–
–
