উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা চরমে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তুলেছেন, “বিজেপির এজেন্টের ভূমিকায় নেমে রাজ্যপাল নোংরা রাজনীতি করছেন।”

রাজ্যপালের দিল্লি সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি, অথচ দুর্গতদের পাশে দাঁড়ানোর বদলে রাজ্যপাল চলে গেলেন রাষ্ট্রপতির কাছে। ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে নয়, তাঁকে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে দেখা উচিত ছিল।”

তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি নবান্নের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপকে “চক্রান্তমূলক” ও “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে তৃণমূল।

দলের বক্তব্য, রাজ্যপাল নিজের সাংবিধানিক মর্যাদার তোয়াক্কা না করে একপ্রকার বিজেপির পক্ষ নিয়ে মাঠে নেমেছেন। বন্যাদুর্গতদের বাস্তব সমস্যার দিকে নজর না দিয়ে কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে পরিস্থিতি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। বন্যা বিপর্যয়ে যখন প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজে ব্যস্ত, তখন রাজ্যপালের এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন – শাহ থেকে সাবধান, সবচেয়ে বড় মীরজাফর: কাকে সতর্ক করলেন মমতা!

_

_

_

_

_
_