Tuesday, November 18, 2025

বন্যা বিপর্যয়কে হাতিয়ার করে রাজনীতি, রাজ্যপালের ভূমিকা নিয়ে তোপ কল্যাণের 

Date:

Share post:

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা চরমে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তুলেছেন, “বিজেপির এজেন্টের ভূমিকায় নেমে রাজ্যপাল নোংরা রাজনীতি করছেন।”

রাজ্যপালের দিল্লি সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি, অথচ দুর্গতদের পাশে দাঁড়ানোর বদলে রাজ্যপাল চলে গেলেন রাষ্ট্রপতির কাছে। ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে নয়, তাঁকে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে দেখা উচিত ছিল।”

তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি নবান্নের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপকে “চক্রান্তমূলক” ও “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে তৃণমূল।

দলের বক্তব্য, রাজ্যপাল নিজের সাংবিধানিক মর্যাদার তোয়াক্কা না করে একপ্রকার বিজেপির পক্ষ নিয়ে মাঠে নেমেছেন। বন্যাদুর্গতদের বাস্তব সমস্যার দিকে নজর না দিয়ে কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে পরিস্থিতি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। বন্যা বিপর্যয়ে যখন প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজে ব্যস্ত, তখন রাজ্যপালের এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন – শাহ থেকে সাবধান, সবচেয়ে বড় মীরজাফর: কাকে সতর্ক করলেন মমতা!

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...