হেরে যাওয়া আর হার স্বীকার করা এক নয়, সিরিজের সাফল্যে অকপট আরিয়ান

Date:

Share post:

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার শিরোনামে। রিলিজের মাত্র দুসপ্তাহের মধ্যেই ১৪টি দেশে ট্রেন্ডিং এই সিরিজ। দর্শকের পছন্দের নিরিখে নটি দেশে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে। ছেলের প্রথম কাজেই এত সাফল্যে খুশি খান পরিবার। কিন্তু জয়ের নেপথ্যের কারিগর আরিয়ান (Aryan Khan) অনেক বেশি শান্ত ও আত্মবিশ্বাসী। তিনি বলছেন, যখন কাজটা খুব কঠিন হয়ে উঠত, তখন জারজ স্যাক্সেনার একটা সংলাপ তাঁর কানে বাজতো। “হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়”। তাই হেরে যাওয়ার ভয় পেয়ে আগে থেকে হার স্বীকার করতে শেখেনি তিনি। বরং লড়ে গেছেন শেষ পর্যন্ত। তার ফলও পেয়েছেন হাতেনাতে। ‘The Bads of Bollywood’ বর্তমানে বিশ্বের পাঁচটি দেশে সবচেয়ে বেশি দেখা নন-ইংরেজি শোয়ের মধ্যে নিজের জায়গা পাকা করেছে।

বলিউড বাদশাহ (SRK) পুত্রের জীবনে বিতর্ক কিছু কম নয়। কিন্তু তিনি সেসবের কারণে দমে যাননি। বরং স্পোর্টিং এনার্জি নিয়ে নিজের সঙ্গে ঘটা একাধিক ঘটনাকেও সিরিজে বিভিন্ন পর্যায়ক্রমে তুলে এনেছেন, যা দর্শকদের নজর কেড়েছে। সুপারস্টার বাবা (Shahrukh Khan) প্রথম থেকেই বলেছেন, ছেলে সিনেমায় অভিনয় করতে চায় না বরং ক্যামেরার পিছনে কাজ করতে চায়। তাই পরিচালনা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ আরিয়ানের। গৌরী’পুত্র একটি সাক্ষাৎকারে বলেছেন, ঘুম না হওয়ার ক্লান্তি চোখে মুখে নিয়েই ভালো কাজ করার ভিশন তাঁকে প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে নিয়ে গেছে। তাঁর গল্প এখন দর্শকের নিজের হয়ে উঠেছে, খুশি আরিয়ান। এখনই নিজের আগামী প্রজেক্ট নিয়ে কিছু খোলসা করতে চান না। তবে তিনি যে গতানুগতিকতার মধ্যেও বলিউডে ব্যতিক্রমী কাজের ছাপ রাখবেন তার ইঙ্গিত শুরু থেকেই দিয়ে রাখলেন।

 

spot_img

Related articles

বাবার সঙ্গে সম্পর্কের অবনতি, বড় পদক্ষেপের পথে রুক্মিণী!

একটা বয়সে পর বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মত হয়ে যায়, কাব্যে ও পদ্যে পড়া এই লাইনগুলো বাস্তবে...

লাইফটাইম অ্যাচিভমেন্ট জিনাতের, নজরকাড়া ফিল্মফেয়ারে ‘লাপাতা লেডিস’-এর জয়জয়কার 

বলিউড বিনোদন জগতের অন্যতম বড় মঞ্চ মানেই ফিল্মফেয়ারের (70th Filmfare Awards 2025) ঝলমলে রাত। দেশে হোক বা বিদেশে,...

কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয় এবং কলকাতার জামাই। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ...

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, চলচ্চিত্র উৎসবের স্মৃতিচারণায় মমতা

বলিউড শাহেনশাহর তিরাশিতম জন্মদিনে (Amitabh Bachchan Birth anniversary) দেশ জুড়ে বিগ বি অনুরাগীদের মনে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়ায়...