শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার শিরোনামে। রিলিজের মাত্র দুসপ্তাহের মধ্যেই ১৪টি দেশে ট্রেন্ডিং এই সিরিজ। দর্শকের পছন্দের নিরিখে নটি দেশে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে। ছেলের প্রথম কাজেই এত সাফল্যে খুশি খান পরিবার। কিন্তু জয়ের নেপথ্যের কারিগর আরিয়ান (Aryan Khan) অনেক বেশি শান্ত ও আত্মবিশ্বাসী। তিনি বলছেন, যখন কাজটা খুব কঠিন হয়ে উঠত, তখন জারজ স্যাক্সেনার একটা সংলাপ তাঁর কানে বাজতো। “হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়”। তাই হেরে যাওয়ার ভয় পেয়ে আগে থেকে হার স্বীকার করতে শেখেনি তিনি। বরং লড়ে গেছেন শেষ পর্যন্ত। তার ফলও পেয়েছেন হাতেনাতে। ‘The Bads of Bollywood’ বর্তমানে বিশ্বের পাঁচটি দেশে সবচেয়ে বেশি দেখা নন-ইংরেজি শোয়ের মধ্যে নিজের জায়গা পাকা করেছে।

বলিউড বাদশাহ (SRK) পুত্রের জীবনে বিতর্ক কিছু কম নয়। কিন্তু তিনি সেসবের কারণে দমে যাননি। বরং স্পোর্টিং এনার্জি নিয়ে নিজের সঙ্গে ঘটা একাধিক ঘটনাকেও সিরিজে বিভিন্ন পর্যায়ক্রমে তুলে এনেছেন, যা দর্শকদের নজর কেড়েছে। সুপারস্টার বাবা (Shahrukh Khan) প্রথম থেকেই বলেছেন, ছেলে সিনেমায় অভিনয় করতে চায় না বরং ক্যামেরার পিছনে কাজ করতে চায়। তাই পরিচালনা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ আরিয়ানের। গৌরী’পুত্র একটি সাক্ষাৎকারে বলেছেন, ঘুম না হওয়ার ক্লান্তি চোখে মুখে নিয়েই ভালো কাজ করার ভিশন তাঁকে প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে নিয়ে গেছে। তাঁর গল্প এখন দর্শকের নিজের হয়ে উঠেছে, খুশি আরিয়ান। এখনই নিজের আগামী প্রজেক্ট নিয়ে কিছু খোলসা করতে চান না। তবে তিনি যে গতানুগতিকতার মধ্যেও বলিউডে ব্যতিক্রমী কাজের ছাপ রাখবেন তার ইঙ্গিত শুরু থেকেই দিয়ে রাখলেন।

–

–

–

–

–

–

–

–