Tuesday, November 18, 2025

জলপাইগুড়িতে বন্যার্তদের পাশে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

Date:

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি ও বাকড়িবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মানবিক উদ্যোগে এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

রবিবার প্রবল বৃষ্টিপাতের কারণে জলঢাকা নদীতে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এর ফলে ধুপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি অঞ্চলের জলঢাকা নদীর বামহাতি বাঁধ সংলগ্ন কিছু এলাকায় বাঁধ ভেঙে বহু বাড়িঘর প্লাবিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি গবাদি পশু এবং কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সমিতির রাজ্য নেতৃত্ব—পলাশ সাধুখাঁ, ভাস্কর কুন্ডু, গোবিন্দ পাল—এবং জলপাইগুড়ি জেলা নেতৃত্ব স্বপন বসাক, আলিপুরদুয়ারের জেলা নেতৃত্ব রত্নদীপ ভট্টাচার্যসহ সংগঠনের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি শিক্ষা জেলার নেতাকর্মীরা বন্যাবিধ্বস্ত এলাকায় পৌঁছে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় শুকনো খাবার যেমন পাউরুটি, বিস্কুট, মুড়ি, দুধের প্যাকেট এবং পানীয় জলসহ শিশুদের জন্য ক্যাটবেরি চকলেট ও অন্যান্য খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা সর্বদা মানুষের পাশে থাকব এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনে পদক্ষেপ নেব।” এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে আশার আলো জাগিয়েছে। বন্যার ক্ষতিগ্রস্তরা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনের কিছুটা চাপ কমাতে সহায়ক হয়েছে।

আরও পড়ুন – ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ: বিজেপি সাংসদের উপর হামলায় গ্রেফতার ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version