Monday, November 17, 2025

বিজেপির ত্রিপুরায় ঢুকতে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে! বিমানবন্দরেই অবস্থানে নেতৃত্ব

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে গণতন্ত্র নেই। বুধবার, ফের প্রমাণিত। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলা তৃণমূলের প্রতিনিধিদলকে আগরতলা বিমানবন্দরের বাইরে বের হতেই দিচ্ছে না বিজেপি সরকারের পুলিশ। ভাঙচুর হয়েছে দলীয় সদর দফতর। মারধর করা হয়েছে কর্মীদের। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে নিন্দার পাশাপাশি ত্রিপুরায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বুধবারই সকালে আগরতলা পৌঁছান তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধিদল। স্বৈরাচারী বিজেপির রাজ্যে আগরতলা বিমানবন্দরেই আটকে দেওয়া হল সেই প্রতিনিধিদলকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এতটা ব্যর্থ মানিক সাহা প্রশাসন, যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়েই বিমান বন্দর থেকে শহরে পা রাখতে বাধা পুলিশের। তৃণমূল প্রতিনিধিদলের সদস্যরা বিমান বন্দরের সামনেই এর প্রতিবাদে অবস্থানে বসে পড়েন। প্রায় ঘণ্টা দুয়েক পরে গাড়িকরে বিমানবন্দর ছাড়েন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল প্রতিনিধি দলের অভিযোগ, যে গাড়ি তাঁদের নিতে এসেছিল তার চালকদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ  জানান, এর পরে তাঁরা প্রিপেড ট্যাক্সি বুক করতে যান, কিন্তু সেখানেও তাঁদের গাড়ি ভাড়া দেওয়া হয়নি। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, বিমানবন্দর ছেড়ে বেরতে পারবে না তৃণমূলের প্রতিনিধি দল। তীব্র কটাক্ষ করে পুলিশকে কুণাল বলেন, আপনারা দুটো অটো ডেকে দিন, আমরা তাতে চড়েই যাব।

তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপির নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেন, ৩৬৫ দিনের মধ্যে ৩৬০দিন বাংলায় ফাইভস্টার হোটেল ভাড়া করে পড়ে থাকেন- কোনও বাধা পান না। আর বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিরা এলেই বাধার মুখে পড়েন। এতেই বোঝা যায় ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গণতন্ত্র নেই। বাংলার ট্রিপল ইঞ্জিন সরকার- মা মাটি মানুষের সরকারে গণতন্ত্র আছে।

আগরতলা বিমানবন্দরের মধ্যে অবস্থানে বসেন সুস্মিতা, প্রতিমা, সায়নী, কুণাল, সুদীপরা। সঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। বাংলার প্রতিনিধিদল দৃঢ়প্রতিজ্ঞ- আমরা তৃণমূলের নেতা-কর্মীদের সহমর্মিতা দেখাতে এসেছি, আমরা দেখা করেই ফিরব। পরে, গাড়ির ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব বিমানবন্দর থেকে রওনা দেন। যান হামলা হওয়া দলীয় কার্যালয়ে।

spot_img

Related articles

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...

”বলিউডে সবাই পুত্রসন্তান চায়’, লিঙ্গ বৈষম্য নিয়ে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা

বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকে কঙ্গনা রানাউত(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী এখন বিজেপির সাংসদ। কিন্তু জনপ্রতিনিধি...

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ...