Monday, November 17, 2025

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন

Date:

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির(Actor- Politician Thalapathy Vijay) বাড়ি বোমা দিয়ে ওড়ানোর হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য। চেন্নাই পুলিশ হুমকি ফোন পেয়েই বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কন্যাকুমারী থেকে এই হুমকি ফোন আসে। পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, এরপর কোনও দিন বিজয় জনসভা করলে তাঁর বাড়ি বোমা দিয়ে ওড়ানো হবে। কারুরে পদপিষ্টের ঘটনা নিয়ে তরজা এখনও তুঙ্গে। ৪১ জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। তারই মধ্যে বিজয়ের বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

এদিন এই হুমকি ফোন আসার পরেই পুলিশের বড় বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছে শুরু করে তল্লাশি। যদিও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লোকেশন ট্র্যাক করে যে ফোন করেছিল তাঁকে ধরার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়ো কল ছিল।

আরও পড়ুন:ডিজিটাল গ্রেফতারির তদন্তে একযোগে দেশের ৪০ জায়গায় তল্লাশি অভিযান CBI-র!

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র র‌্যালি ছিল। সেখানে জনসমাগম এতটাই বেড়ে যায় যে, বহু মানুষ পদপিষ্ট হন। ৪১ জনের মৃত্যু হয়, কমপক্ষে ৬০ জন আহত হন। ইতিমধ্যেই এই ঘটনার পর মাদ্রাজ হাইকোর্ট SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিজয়ের টিভিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী শুক্রবার মামলার শুনানি আছে। প্রধান বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা আছে।

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version