Tuesday, November 18, 2025

ঘুরে দাঁড়াচ্ছে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ , দুর্গতদের ত্রাণ সাহায্য প্রসেনজিতের 

Date:

টলিউডের (Tollywood) শিল্পী কলাকুশলীদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে টাকা জমা দেওয়ার ব্যবস্থা আগেই করেছিলেন, এবার সরাসরি উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। দার্জিলিং থেকে কালিম্পং, জলপাইগুড়ি-কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র একই ছবি। কোথাও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে মানুষ, তো কোথাও আবার জমা জলে এখনও পর্যন্ত বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘জাতিস্মর’ অভিনেতা ।

কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন টলিউডের ‘ভবানী পাঠক’। কাজেও সেটা করে দেখালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন উত্তরবঙ্গের পাশে রয়েছে বাংলা বিনোদন জগত। সেইমতো নিজের উদ্যোগে ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করে উত্তরবঙ্গে ত্রাণ পাঠালেন টলিপাড়ার বুম্বাদা। নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রসেনজিতের উদ্যোগে তাঁর অনুরাগীরা চাল-ডাল, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন কোচবিহারের বাঁধের পাড় অঞ্চলে। ইন্ডাস্ট্রি জ্যেষ্ঠপুত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক কথায় তিনি বুঝিয়ে দিলেন, ‘সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ অন্যদিকে দেবের ফ্যান ক্লাবের তরফেও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলি করা হয়েছে। অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

 

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version