Wednesday, November 19, 2025

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস’

Date:

ত্রিপুরা ও কলকাতার শোরুমে এবারও শুরু হয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বার্ষিক প্রদর্শনী ‘চমক ভরা ধনতেরাস’। ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে সোনা ও হীরের গহনার বিস্তৃত সংগ্রহ প্রদর্শিত হবে। রীতি অনুযায়ী ধনতেরাস উদযাপন করা হয় সম্পদ ও সৌভাগ্যের দেবীকে ঘরে স্বাগত জানানোর জন্য। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বলেছে, এই প্রদর্শনীর মাধ্যমে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কামনা করা হয়।

প্রদর্শনীতে থাকবে হাতে তৈরি সোনা ও হীরের গহনা, ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের বিয়ের গহনা, গ্রহরত্নের বিশেষ সম্ভার এবং শ্যাম সুন্দর কোম্পানির নিজস্ব ডিজাইনার কালেকশন। ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার। সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রামে ৫২৫ টাকা ছাড়, হীরের গহনার মজুরিতে ১০০ শতাংশ ছাড় এবং ১৫০০ টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ভাউচার দেওয়া হবে। এছাড়া পাঁচটি স্কুটি জেতার মেগা ড্র-ও রয়েছে।

শোরুমের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফ কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায় এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর দুই পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা। অলকানন্দা রায় বলেন, “প্রদীপের মাধ্যমে দীপাবলিকে আলোর উৎসব হিসেবে উদযাপন করতে ঐতিহ্যবাহী শিল্পীদের অবদান তুলে ধরা গুরুত্বপূর্ণ।” রূপক সাহা বলেন, “আমাদের লক্ষ্য ছিল প্রদীপের আলোর সঙ্গে শিল্পীদের অবদানকে সম্মানিত করা এবং ক্রেতাদের জন্য বিশেষ প্রদর্শনী আয়োজন করা।” অর্পিতা সাহা আরও বলেন, “২০ বছর আগে শুরু হওয়া এই উদ্যোগ আজও গ্রাহকদের মধ্যে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।”

শোরুমগুলোতে প্রদর্শনী চলবে ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর এবং কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসাত শোরুমে ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আশা করছে, এই ‘চমক ভরা ধনতেরাস’ দীপাবলির উজ্জ্বলতা ও আনন্দকে আরও বিশেষ করে তুলবে।

আরও পড়ুন- বৈধ ভোটারের নাম বাদ দিলে BJP নেতাদের ধরে রাখুন: বাগদায় বিজয়া সম্মিলনীতে বার্তা পার্থর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...
Exit mobile version