ডিজিটাল গ্রেফতারির (Digital Arrest) নামে দেশ জুড়ে সক্রিয় প্রতারণা চক্র। এবার দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, কেরল, বাংলা-সহ দেশের ৪০ জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। বুধবারে যেই তল্লাশি অভিযানে বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ, KYC নথি, সিম কার্ড উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (Indian Cyber Crime Coordination Centre)-এ সম্প্রতি ৯টি অভিযোগ জমা পড়েছিল। যেখান থেকে তদন্তকারীর আধিকারিকরা বুঝতে পারেন যে প্রতারণার জাল ছড়িয়ে আছে বিদেশেও। ‘ডিজিটাল গ্রেফতার’ করে তাঁদের থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সেই সূত্র ধরে ৪০ জনকে শনাক্ত করা হয়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।

দেশজুড়ে ‘ডিজিটাল গ্রেফতার’-এর ফাঁদে পড়েছেন লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এই প্রতারণা চক্র সম্পর্ক সজাগ থাকতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আইফোরসি-ও একটি অ্যাডভাইজরি প্রকাশ করে। তদন্তকারী কেন্দ্রীয় আধিকারিকরা জানতে পারেন, অন্যের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাশাপাশি হাওয়ালার মাধ্যমেও নিজেদের মধ্যে আর্থিক লেনদেন চালাতেন এই চক্রের সদস্যেরা। প্রতারণার কিছুটা টাকা এটিএম (ATM)থেকে তোলা হত আর বাকি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত বলে অভিযোগ। প্রায় পনেরো হাজার আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে দেখা গেছে এই চক্রের মাথা রয়েছে কম্বোডিয়ায়। সেই মতো পদক্ষেপ শুরু কেন্দ্রীয় এজেন্সির।

–

–

–

–

–

–

–

–