Monday, November 17, 2025

ডিজিটাল গ্রেফতারির তদন্তে একযোগে দেশের ৪০ জায়গায় তল্লাশি অভিযান CBI-র!

Date:

ডিজিটাল গ্রেফতারির (Digital Arrest) নামে দেশ জুড়ে সক্রিয় প্রতারণা চক্র। এবার দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, কেরল, বাংলা-সহ দেশের ৪০ জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। বুধবারে যেই তল্লাশি অভিযানে বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ, KYC নথি, সিম কার্ড উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (Indian Cyber Crime Coordination Centre)-এ সম্প্রতি ৯টি অভিযোগ জমা পড়েছিল। যেখান থেকে তদন্তকারীর আধিকারিকরা বুঝতে পারেন যে প্রতারণার জাল ছড়িয়ে আছে বিদেশেও। ‘ডিজিটাল গ্রেফতার’ করে তাঁদের থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সেই সূত্র ধরে ৪০ জনকে শনাক্ত করা হয়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।

দেশজুড়ে ‘ডিজিটাল গ্রেফতার’-এর ফাঁদে পড়েছেন লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এই প্রতারণা চক্র সম্পর্ক সজাগ থাকতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আইফোরসি-ও একটি অ্যাডভাইজরি প্রকাশ করে। তদন্তকারী কেন্দ্রীয় আধিকারিকরা জানতে পারেন, অন্যের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাশাপাশি হাওয়ালার মাধ্যমেও নিজেদের মধ্যে আর্থিক লেনদেন চালাতেন এই চক্রের সদস্যেরা। প্রতারণার কিছুটা টাকা এটিএম (ATM)থেকে তোলা হত আর বাকি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত বলে অভিযোগ। প্রায় পনেরো হাজার আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে দেখা গেছে এই চক্রের মাথা রয়েছে কম্বোডিয়ায়। সেই মতো পদক্ষেপ শুরু কেন্দ্রীয় এজেন্সির।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version